আমার সঙ্গে বারবার কেন এমন হয় সেটাই বুঝতে পারছি না
একেবারেই ফর্মুলার বাইরে একটি সিনেমা শেষ বাজি। এটি এখন পর্যন্ত আমার একমাত্র সিনেমা, যেখানে কোনো রোমান্টিক গান নেই, মারামারি নেই। গল্পনির্ভর সিনেমা। জুয়ার মতো নেগেটিভ বিষয় পরিবার ও সমাজের জন্য কতটা হুমকিস্বরূপ, সেটাই পরিচালক দেখানোর চেষ্টা করেছেন।