Ajker Patrika

অভিজিতের সংগীতে সুজনের ‘ঘুড্ডি বাকাট্টা’

অভিজিতের সংগীতে সুজনের ‘ঘুড্ডি বাকাট্টা’

গতকাল সাকরাইন উৎসবে মেতে উঠেছিল পুরান ঢাকার মানুষ। এ উৎসবের মূল আকর্ষণ ঘুড়ি উড়ানো। তাই এটি ঘুড়ি উৎসব নামেও পরিচিত। বিশেষ এই উৎসব উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে আরটিভি ফোক স্টেশন। শনিবার ‘ঘুড্ডি বাকাট্টা’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাগল সুজন। গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন অভিজিত জিতু। 

পাগল সুজন বলেন, ‘ঘুড্ডি বাকাট্টা শব্দ দুটি পুরান ঢাকার প্রচলিত, যদিও গানে শব্দ দুটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ঘুড্ডি বলতে বোঝানো হয়েছে আমাদের দৃষ্টি। ঘুড্ডি বাকাট্টা মানে আমাদের দৃষ্টির সঠিক গন্তব্য হারানো। আমাদের চোখ দুটিই আমাদের ঘুড়ি, তাই চোখের হেফাজত করাটা জরুরি। ফান ফুর্তি মনে হলেও গানটির কথায় জীবনের দর্শনকে উপস্থাপন করার চেষ্টা করেছি। গানটি ফোক স্টাইলে তৈরি করা হয়েছে, যেন লোকধারাটা ঠিক থাকে।’

ছবি: সংগৃহীতসংগীত পরিচালক অভিজিত জিতু বলেন, ‘ফোক স্টেশনের জন্য সুজনকে নির্বাচন করার পর আমরা তার গান শুনতে চাই। গানটি আমাদের পছন্দ হলে কাজ শুরু করি। চেষ্টা করেছি পুরোপুরি লোকগানের ধাঁচে তৈরি করতে। কাজ যখন প্রায় শেষ, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবারের সাকরাইন উৎসবে গানটি রিলিজ করার। গানের কথা, সুর ও মিউজিক সাকরাইনের সঙ্গে খুব মিলে যায়। এখন তো এই উৎসবে বেশির ভাগ জায়গায় হিন্দি গান বাজে। আমাদের ট্র্যাডিশন কিন্তু এটা নয়। সেখান থেকে আমরা অনেক দূর সরে গেছি। এই গানটি আগের সেই আমেজ একটু হলেও ফিরিয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত