Ajker Patrika

ত্রিভুজে প্রথমবার বর্ষণ-ফারিণ জুটি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৭: ৩৮
ত্রিভুজে প্রথমবার বর্ষণ-ফারিণ জুটি

তিন জুটির গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সিনেমাটি বানাচ্ছেন আলোক হাসান। পরিচালক জানান, এটি সোশ্যাল ড্রামা বেজড গল্প, যেখানে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে।

যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নীতির দ্বন্দ্ব। সমাজের উঁচু, নিচু ভেদাভেদ। পুরো গল্পটা এগোবে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে, যার প্রভাব পড়ে বাকি দুই দম্পতির জীবনে। গত সোমবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ত্রিভুজের শুটিং। এতে জুটি হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাবে ইমতিয়াজ বর্ষণ ও ফারিণ খানকে। 

নতুন এই সিনেমাটি নিয়ে ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘চমৎকার একটি গল্পের ফিল্ম হতে যাচ্ছে ত্রিভুজ। আমার চরিত্রটিও দারুণ। গতকাল থেকে শুটিং করছি। আমার বিশ্বাস, দর্শকের মনে দাগ কাটবে ওয়েব ফিল্মটি।’ 
ফারিন খান বলেন, ‘প্রথম শুনেই গল্পটি ভালো লেগেছে। ত্রিভুজ শব্দটি শুনলেই সবাই মনে করে ত্রিভুজ প্রেমের গল্প। কিন্তু এখানে

ইমতিয়াজ বর্ষণ। ছবি: সংগৃহীতপ্রেমের সঙ্গে পরিবার আর সমাজের সুন্দর একটা মেলবন্ধন আছে। তিনটি জুটি কাজ করছে এতে। প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ। এই প্রথম তাঁর সঙ্গে কাজ করছি। এ ছাড়া এই প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করছি। এর আগে “প্রচলিত” ওয়েব সিরিজে কাজ করলেও ওয়েব ফিল্মে কাজ করা হয়নি। অনেক কিছু প্রথম হলেও আশা করছি ত্রিভুজের গল্প দর্শকদের আপ্লুত করবে।’ 

পরিচালক অলোক হাসান বলেন, ‘ওয়েব ফিল্মে এখন থ্রিলার, হরর আমেজের গল্পই বেশি দেখা যায়। আমরা চেষ্টা করছি ভিন্ন ভাবনার কিছু নিয়ে আসতে। তাই পারিবারিক নাটকীয়তার একটি গল্প বেছে নিয়েছি। আমাদের ত্রিভুজ দর্শককে সম্পর্ক, নীতি, দায়িত্ববোধ সম্পর্কে ভাবনার খোরাক দেবে।’ 

সিনেমার অন্য দুই জুটির চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয় ও আনিকা কবির শখ এবং সোহেল মণ্ডল ও মৌসুমী মৌকে। আইনজীবী চরিত্রে থাকছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি শিগগির দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত