Ajker Patrika

আরও একবার হাসিন দিলরুবা

আরও একবার হাসিন দিলরুবা

তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসি—বলিউডে গত বছর দুজনের নাম বারবার উচ্চারিত হয়েছে। শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। আর বিক্রান্ত ম্যাসি তো এখনো দর্শকদের আলোচনার কেন্দ্রে। তার কারণ ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এ সিনেমায় এ সংগ্রামী যুবকের চরিত্রে অভিনয় করে দর্শকদের আবেগে ভাসিয়েছেন বিক্রান্ত। কয়েক বছর আগে তাপসী ও বিক্রান্ত একসঙ্গে অভিনয় করেছিলেন ‘হাসিন দিলরুবা’ সিনেমায়। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি প্রশংসিত হয়েছিল।

তৈরি হচ্ছে হাসিন দিলরুবার সিক্যুয়েল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। এরই মধ্যে শুটিং শেষ। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী পান্নু বলেন, ‘এরই মধ্যে আমরা শুটিং শেষ করেছি। সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে আছে। শিগগিরই নেটফ্লিক্স ফির আয়ি হাসিন দিলরুবার মুক্তির তারিখ ঘোষণা করবে।’ এতে বিক্রান্ত ও তাপসী ছাড়াও অভিনয়ে আছেন সানি কৌশল, জিমি শেরগিল প্রমুখ। প্রথম পর্বটি ভিনিল ম্যাথুউ পরিচালনা করলেও দ্বিতীয় পর্বে এ আসনে বসেছেন জয় প্রসাদ দেশাই।

তাপসী পান্নু, ছবি: ইনস্টাগ্রামএ সিনেমায় রানি সাক্সেনা নামের এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তাপসী। বিক্রান্ত অভিনীত চরিত্রের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর দেখা দেয় নানা জটিলতা। আরেক জনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাপসী অভিনীত চরিত্র। ঘটনার একপর্যায়ে খুনের দায়ে অভিযুক্ত হয় সে। নতুন বছরে এ সিনেমা দিয়ে আরও একবার দর্শকদের মাতাবেন তাপসী। ফির আয়ি হাসিন দিলরুবা ছাড়াও এ বছর মুক্তি পাবে তাপসীর কমেডি সিনেমা ‘ও লাড়কি হ্যায় কাহা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত