Ajker Patrika

শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস, সম্মানী নিলেন ১০০ টাকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৩: ১২
Thumbnail image

বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প নিয়ে নির্মাতা সালমান হায়দার তৈরি করছেন ‘শেখ রাসেলের আর্তনাদ’। এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। আর এই চরিত্রের জন্য অপু পারিশ্রমিক নিচ্ছেন মাত্র ১০০ টাকা। এতে অপুর চরিত্রের নাম ‘হাসু’।

২০১৯ সালে সিনেমাটি তৈরির পরিকল্পনা করেছিলেন নির্মাতা সালমান হায়দার। সে সময় সিনেমার প্রধান চরিত্রগুলোর লুকও প্রকাশ করেছিলেন তিনি। যেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী মৌসুমীকে, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনার চরিত্রে অপর্ণা ঘোষ এবং শেখ রেহানার চরিত্রে আশনা হাবিব ভাবনাকে। প্রস্তুতি শুরুর পর নির্মাতা সালমান হায়দার স্ট্রোক করায় বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। দীর্ঘদিন চিকিৎসা আর বিশ্রামের পর আবার তিনি কাজ শুরু করছেন। তবে বদল আসছে সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায়। এই সিনেমায় শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করা হবে।

সালমান হায়দার বলেন, ‘সিনেমার প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সব চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য এবং অভিনয়গুণকে প্রাধান্য দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে।’ এখন চলছে প্রস্তুতি পর্ব।’

এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। সালমান হায়দার বলেন, ‘সাম্মানিক হিসেবে নামমাত্র ১০০ টাকা দিয়ে তাঁকে এই সিনেমায় যুক্ত করেছি।’

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীতঅপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারব ভেবেই ভালো লাগছে। আশা করছি ভালো একটি সিনেমা হবে।’

শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় আরও অভিনয় করার কথা রয়েছে অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা প্রমুখের। এ ছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন নির্মাতা সালমান হায়দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত