Ajker Patrika

তাপসের সঙ্গে মিমির ‘ভাল্লাগছে না’

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪: ৪৬
তাপসের সঙ্গে মিমির ‘ভাল্লাগছে না’


অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো পারেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথম গেয়েছিলেন ‘মন জানে না’ সিনেমায়। এরপর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন মৌলিক গান। এ ছাড়া পুরোনো গান কভার করতেও দেখা যায় মিমিকে। এবার বাংলাদেশের সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সুর ও সংগীতায়োজনে নতুন গান নিয়ে আসছেন তিনি। মিমির ভাবনায় ‘ভাল্লাগছে না’ শিরোনামের গানটি যৌথভাবে লিখেছেন তাপস ও মিমি। ভিডিও বানিয়েছেন তুহিন। ২৮ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেল মিমি চক্রবর্তী ক্রিয়েশন থেকে প্রকাশ পাবে গানটি।

গতকাল প্রকাশ পেয়েছে ভাল্লাগছে না গানের ফার্স্টলুক পোস্টার। সেখানে বিয়ের সাজে এক হাতে গিটার ও অন্য হাতে হ্যান্ড মাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভাল্লাগছে না এমন একটি কথা যেটা আমাদের বাঙালিদের জীবনজুড়ে আছে, প্রথম পোস্টারটি রইল আপনাদের জন্য, ২৮ জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।’

মিমি চক্রবর্তীগত বছরের নভেম্বরে ভাল্লাগছে না গানের ৪৩ সেকেন্ডের একটি প্রমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তাপস। সেই ভিডিওতে খালি গলায় গানের কিছু অংশ গাইতে শোনা গিয়েছিল মিমিকে। পাশে বসে গিটারে সুর তুলছিলেন তাপস।

‘ভাল্লাগছে না’ গানের পোস্টারমিমির সঙ্গে টি এম রেকর্ডস ও তাপসের সখ্য নতুন নয়। ২০২১ সালে টি এম রেকর্ডস থেকে প্রকাশিত আরফিন রুমির ‘তুই আর আমি’ গানে মডেল হয়েছিলেন মিমি। সঙ্গে ছিলেন বাংলাদেশের অভিনেতা নিরব হোসেন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তাপস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

টিকটকে প্রেম, বিয়ের প্রতিশ্রুতিতে রাঙামাটিতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত