Ajker Patrika

নতুন গল্পে নতুন জুটি

নতুন গল্পে নতুন জুটি

স্টার জলসায় গত শুক্রবার থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘চিনি’। গতকাল আরও একটি নতুন সিরিয়ালের খবর দিয়েছে চ্যানেলটি। নাম ‘বঁধুয়া’। এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন রেজওয়ান শেখ। সর্বশেষ ‘নবাব নন্দিনী’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। বঁধুয়ায় রেজওয়ানের বিপরীতে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। এ সিরিয়াল দিয়েই অভিনয়ে হাতেখড়ি হচ্ছে তাঁর।

রেজওয়ান শেখ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: ইনস্টাগ্রামবঁধুয়া সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে, একান্নবর্তী পরিবারের সন্তান আবির। বাড়ির সবার চোখের মণি সে। কিন্তু বিয়ে না হওয়ায় আবিরের মন খারাপ। পরিবারের পক্ষ থেকে পাত্রী খোঁজার প্রস্তাব দিলেই সে জানায়, মেয়ে খোঁজাই আছে। আবিরের মনের মানুষের নাম পেখম, যে চরিত্রে দেখা যাবে জ্যোতির্ময়ীকে। আবিরের পরিবারের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে খুশি হয় পেখমের পরিবারও। কিন্তু পেখমের মনে কাজ করে দ্বিধা।

ছবি: সংগৃহীতএকপর্যায়ে পেখম-আবিরের বিয়ে হয়। নৌকাবিহারে গিয়ে স্ত্রী জড়িয়ে ধরতে গেলে পেখম সরিয়ে দেয় আবিরকে। প্রোমো দেখে অনেকের ধারণা, পেখমের জীবনে কোনো একটা ঘটনা আছে। যে কারণে স্বামীর কাছ থেকে সব সময় দূরে দূরে থাকে সে।

বঁধুয়ার প্রোমো দেখে অনেকে সমালোচনাও করছেন। অনেকের অভিযোগ, এ গল্পের সঙ্গে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার গল্পের অনেক মিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...