ভারতের ‘কু’ টুইটারের বিকল্প মাইক্রোব্লগ
ভারতের মাইক্রোব্লগিং অ্যাপ ‘কু’ টুইটারের বিকল্প হিসেবে জায়গা নিতে পারবে কি না—এ আলোচনা যখন তুঙ্গে, তখন আশার কথা শোনালেন অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদ্যাতকা। তিনি বলেছেন, ভারতে প্রায় আড়াই কোটি টুইটার ব্যবহারকারী রয়েছে। তাদের ‘কু’ দুনিয়ায় নিয়ে আসা সম্ভব। কেননা, গত বছর ভারতের দুই কোটি মানুষ এই অ্