Ajker Patrika

ডিজিটাল ইন্ডিয়ার প্রস্তাব ভারতের বাজেটে

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৩
ডিজিটাল ইন্ডিয়ার প্রস্তাব ভারতের বাজেটে

ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যকে গুরুত্ব দিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পেশ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক বছরের মধ্যে রিজার্ভ ব্যাংকের অধীন ডিজিটাল মুদ্রা চালুর পাশাপাশি রয়েছে ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব। এক বছরে চালু হচ্ছে ফাইভ-জি পরিষেবাও। তবে বাজেটে করপোরেটের কর ছাড়ের প্রস্তাব দিয়ে সাধারণ মানুষের জন্য কোনো ঘোষণা না থাকায় বাজেট প্রস্তাবের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা।

ভারতের আগামী অর্থবছরের জন্য গতকাল চিরায়ত প্রথার বাইরে গিয়ে ট্যাব থেকে ডিজিটালি বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী সীতারামন। বক্তৃতার শুরুতেই ৬০ লাখ চাকরির ঘোষণা দেন তিনি। তবে সাধারণ করদাতাদের জন্য সুখবর না থাকায় শুরু হয়েছে কড়া সমালোচনা। এদিন সাধারণ বাজেটের পাশাপাশি রেল নিয়েও বাজেট প্রস্তাব পেশ করেন নির্মলা।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, আগামী তিন বছরে ৪০০ বিলাসবহুল ট্রেন চালাবে রেল। করপোরেটসের কর ব্যবস্থায় ছাড় ১৮ থেকে ১৫ শতাংশ করা হলেও, সাধারণ মানুষের কর পরিকাঠামোর পরিবর্তনে তেমন উল্লেখ না থাকায়, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এই বাজেটের কড়া সমালোচনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত