Ajker Patrika

ভারতের ‘কু’ টুইটারের বিকল্প মাইক্রোব্লগ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৮
ভারতের ‘কু’ টুইটারের বিকল্প মাইক্রোব্লগ

ভারতের মাইক্রোব্লগিং অ্যাপ ‘কু’ টুইটারের বিকল্প হিসেবে জায়গা নিতে পারবে কি না—এ আলোচনা যখন তুঙ্গে, তখন আশার কথা শোনালেন অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদ্যাতকা। তিনি বলেছেন, ভারতে প্রায় আড়াই কোটি টুইটার ব্যবহারকারী রয়েছে। তাদের ‘কু’ দুনিয়ায় নিয়ে আসা সম্ভব। কেননা, গত বছর ভারতের দুই কোটি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছে। খবর বিবিসির।

মায়াঙ্ক আরও বলেন, ‘আমাদের অ্যাপটিতে ইংরেজিসহ ১০টি ভাষা যুক্ত করা হয়েছে। এ বছরের মধ্যে অ্যাপে ভারতের আরও ২২টি ভাষা যুক্ত করা হবে। ভারতের টেক হাব বেঙ্গালুরুতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।’

ভারত সরকারের সঙ্গে টুইটারের দ্বন্দ্বের জেরে গত বছর ‘কু’ বিশেষ গুরুত্ব পায়। তখন বলা হয়েছে ভারতে টুইটারের বিকল্প হতে যাচ্ছে এই অ্যাপ।

২০২০ সালে অ্যাপটি উদ্বোধন করার পর ইংরেজিতে পারদর্শী নয়—এমন ভারতীয়দের যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া ২০২১ সালে যখন নাইজেরিয়ায় টুইটার নিষিদ্ধ হলো, সেখানে অ্যাপটি জনপ্রিয় হয়ে ওঠে। এ বছর ‘কু’ ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন এর উদ্যোক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত