Ajker Patrika

কনটেইনার ওঠানামায় রেকর্ড চট্টগ্রাম বন্দরে

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৫৭
Thumbnail image

চট্টগ্রাম বন্দর হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে ২ লাখ ৯২ হাজার একক কনটেইনার হ্যান্ডেলিং করেছে। চট্টগ্রাম বন্দর দিয়ে ২০২১ সালে প্রতি মাসে গড়ে ২ লাখ ৬৮ হাজার একক কনটেইনার ওঠানামা করেছে। ২০২২ সালের শুরুতেই সেই রেকর্ড ভেঙেছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর। জানুয়ারিতে আমদানি-রপ্তানি মিলিয়ে ২ লাখ ৯২ হাজার কনটেইনার হ্যান্ডেলিং করেছে। ২০২১ সালের জানুয়ারিতে কনটেইনার হ্যান্ডেলিং করেছিল ২ লাখ ৮০ হাজার একক। অর্থাৎ ১২ হাজার একক কনটেইনার বেশি হ্যান্ডেলিং করেছে। নতুন বছরে রেকর্ড কনটেইনার ওঠানামা দিয়ে শুরু করেছে চট্টগ্রাম বন্দর।

২০২১ সালে শুধু অক্টোবর মাসেই ২ লাখ ৯৫ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছে। এবার সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দর পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, ‘২০২০ সালের শুরুটা আমরা বেশ ভালোভাবেই করতে পেরেছি। জানুয়ারিতে এবার ২ লাখ ৯২ হাজার একক কনটেইনার ওঠানামা করতে সক্ষম হয়েছি।’

জানা গেছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩২ লাখ ১৪ হাজার একক কনটেইনার হ্যান্ডেলিং করছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর। এর মধ্য দিয়ে আগের সব রেকর্ড ভাঙল পণ্য আমদানি-রপ্তানিতে এককভাবে নির্ভরশীল চট্টগ্রাম সমুদ্রবন্দর। এবার পণ্য ওঠানামায় আগের ২০২০ সালের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ। আর ২০১৯ সালের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত