নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতারণা বন্ধে ডিজিটাল বিজনেস আইডি দিচ্ছে সরকার। গতকাল রোববার প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠানকে এই আইডি দেওয়া হয়। এতে প্রতারণা বন্ধ হবে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল আয়োজিত ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা এবং ই-কমার্স ব্যবসা পরিচালনায় ডিজিটাল বিজনেস আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
দেশে ই-কমার্সকে সুশৃঙ্খল এবং জবাবদিহির আওতায় নিয়ে আসার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের জনপ্রিয়তা বেড়েই চলছে। গ্রাহক যাতে প্রতারিত না হন সে জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষের ডিজিটাল সেবা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের মানুষ এখন ডিজিটাল সেবা উপভোগ করছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।
সভায় জানানো হয়, ই-কমার্সের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ কোটি টাকা লেনদেন হচ্ছে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেক নারী আজ ই-কমার্স ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তবে এই ব্যবসা পরিচালনায় সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সরকার সব প্রতিষ্ঠানকে আইডি দেবে। একসময় এই আইডি ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। তবে এটি বাস্তবায়নে সময়ের প্রয়োজন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ই-কমার্সে যে সকল গ্রাহক প্রতারিত হয়েছেন, তাঁদের সমস্যা সমাধানে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। প্রতারকদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। যেসব গ্রাহকের টাকা বাংলাদেশ ব্যাংকে জমা আছে, আইনি কোনো জটিলতা নেই। তাঁদের টাকা ফেরত দেওয়ার কাজ চলছে। পর্যায়ক্রমে এসব টাকা ফেরত দেওয়া হচ্ছে।’
সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। দেশের মানুষের জন্য ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশের মানুষ যাতে ডিজিটাল প্রতারণার শিকার না হন সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ই-কমার্স ক্ষেত্রে যেসব সমস্যা বা প্রতারণার সুযোগ রয়েছে, সেগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-কমার্সে ডিজিটাল প্রতারণা বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ই-কমার্স পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাই এই আইডি গ্রহণ করলে প্রতারণার সুযোগ থাকবে না। প্রতারিত যেকোনো গ্রাহক অভিযোগ করলে তার প্রতিকার পাওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে বলে তিনি জানান। পরে বাণিজ্যমন্ত্রী ডিজিটাল বিজনেস আইডির উদ্বোধন করেন এবং ১১টি প্রতিষ্ঠানকে আইডি প্রদান করেন। প্রতিষ্ঠানগুলো হলো চালডাল লি. ডায়াবেটিস স্টোর, রকমারি ডটকম, আজকের ডিল, সাজগোজ লি., যাচাই ডট কম, তৃনাস ক্লোসেট, নওরীনস মীরর, আখিস কালেকশন (ফেসবুক শপ), নিথান (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট), মম ফানুস (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট)। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি (আরজেএসসি) মাই গভ অ্যাপসের মাধ্যমে ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডি প্রদান করবে।বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, ই-ক্যাবের সভাপতি শমী কায়সারসহ সংশ্লিষ্ট ই-কমার্স ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ই-কমার্স প্রতারণা বন্ধে ডিজিটাল বিজনেস আইডি দিচ্ছে সরকার। গতকাল রোববার প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠানকে এই আইডি দেওয়া হয়। এতে প্রতারণা বন্ধ হবে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল আয়োজিত ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা এবং ই-কমার্স ব্যবসা পরিচালনায় ডিজিটাল বিজনেস আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
দেশে ই-কমার্সকে সুশৃঙ্খল এবং জবাবদিহির আওতায় নিয়ে আসার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের জনপ্রিয়তা বেড়েই চলছে। গ্রাহক যাতে প্রতারিত না হন সে জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষের ডিজিটাল সেবা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের মানুষ এখন ডিজিটাল সেবা উপভোগ করছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।
সভায় জানানো হয়, ই-কমার্সের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ কোটি টাকা লেনদেন হচ্ছে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেক নারী আজ ই-কমার্স ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তবে এই ব্যবসা পরিচালনায় সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সরকার সব প্রতিষ্ঠানকে আইডি দেবে। একসময় এই আইডি ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। তবে এটি বাস্তবায়নে সময়ের প্রয়োজন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ই-কমার্সে যে সকল গ্রাহক প্রতারিত হয়েছেন, তাঁদের সমস্যা সমাধানে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। প্রতারকদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। যেসব গ্রাহকের টাকা বাংলাদেশ ব্যাংকে জমা আছে, আইনি কোনো জটিলতা নেই। তাঁদের টাকা ফেরত দেওয়ার কাজ চলছে। পর্যায়ক্রমে এসব টাকা ফেরত দেওয়া হচ্ছে।’
সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। দেশের মানুষের জন্য ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশের মানুষ যাতে ডিজিটাল প্রতারণার শিকার না হন সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ই-কমার্স ক্ষেত্রে যেসব সমস্যা বা প্রতারণার সুযোগ রয়েছে, সেগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-কমার্সে ডিজিটাল প্রতারণা বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ই-কমার্স পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাই এই আইডি গ্রহণ করলে প্রতারণার সুযোগ থাকবে না। প্রতারিত যেকোনো গ্রাহক অভিযোগ করলে তার প্রতিকার পাওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে বলে তিনি জানান। পরে বাণিজ্যমন্ত্রী ডিজিটাল বিজনেস আইডির উদ্বোধন করেন এবং ১১টি প্রতিষ্ঠানকে আইডি প্রদান করেন। প্রতিষ্ঠানগুলো হলো চালডাল লি. ডায়াবেটিস স্টোর, রকমারি ডটকম, আজকের ডিল, সাজগোজ লি., যাচাই ডট কম, তৃনাস ক্লোসেট, নওরীনস মীরর, আখিস কালেকশন (ফেসবুক শপ), নিথান (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট), মম ফানুস (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট)। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি (আরজেএসসি) মাই গভ অ্যাপসের মাধ্যমে ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডি প্রদান করবে।বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, ই-ক্যাবের সভাপতি শমী কায়সারসহ সংশ্লিষ্ট ই-কমার্স ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪