মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশে প্রথমবারের মতো নিজস্ব গার্মেন্টস পল্লি তৈরি করতে যাচ্ছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০০ একর জমির ওপর তৈরি করতে যাচ্ছে এই গার্মেন্টস পল্লি। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সংগঠনের সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা এ এলাকা পরিদর্শনে আসেন।
নিজেদের জন্য বরাদ্দকৃত ৫০০ একরের প্লট পরিদর্শন শেষে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘সরকারের (বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) “বেজা” থেকে আমরা ৫০০ একর জমি নিয়েছি। এগুলো আমাদের সদস্যদের কাছে ইতিমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনো বুঝিয়ে দিতে পারিনি।’
প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না, এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এ ছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার, এটিও এখানো করা হয়নি। এসব বিষয়ে আমরা ঢাকায় বেজা কর্মকর্তার সঙ্গে বৈঠক করব।’
কবে নাগাদ বিজিএমইএ গার্মেন্টস পল্লিতে কারখানা নির্মাণকাজ শুরু করবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো চাই আগামীকালকেই করতে, কিন্তু তা তো আর হচ্ছে না। তবে আশা করছি, শিগগিরই আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারব। তাঁরা দ্রুত সময়ের মধ্যে কারখানা নির্মাণকাজ শুরু করবেন।’
পরিদর্শনকালে বিজিএমইএ সভাপতি ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের’ (বেজা) কর্মকর্তাদের সঙ্গে নানা সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় বেজাকে তাঁরা প্লটের নানান সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি (অর্থায়ন) রাকিবুল আলম চৌধুরী প্রমুখ।
দেশে প্রথমবারের মতো নিজস্ব গার্মেন্টস পল্লি তৈরি করতে যাচ্ছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০০ একর জমির ওপর তৈরি করতে যাচ্ছে এই গার্মেন্টস পল্লি। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সংগঠনের সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা এ এলাকা পরিদর্শনে আসেন।
নিজেদের জন্য বরাদ্দকৃত ৫০০ একরের প্লট পরিদর্শন শেষে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘সরকারের (বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) “বেজা” থেকে আমরা ৫০০ একর জমি নিয়েছি। এগুলো আমাদের সদস্যদের কাছে ইতিমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনো বুঝিয়ে দিতে পারিনি।’
প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না, এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এ ছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার, এটিও এখানো করা হয়নি। এসব বিষয়ে আমরা ঢাকায় বেজা কর্মকর্তার সঙ্গে বৈঠক করব।’
কবে নাগাদ বিজিএমইএ গার্মেন্টস পল্লিতে কারখানা নির্মাণকাজ শুরু করবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো চাই আগামীকালকেই করতে, কিন্তু তা তো আর হচ্ছে না। তবে আশা করছি, শিগগিরই আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারব। তাঁরা দ্রুত সময়ের মধ্যে কারখানা নির্মাণকাজ শুরু করবেন।’
পরিদর্শনকালে বিজিএমইএ সভাপতি ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের’ (বেজা) কর্মকর্তাদের সঙ্গে নানা সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় বেজাকে তাঁরা প্লটের নানান সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি (অর্থায়ন) রাকিবুল আলম চৌধুরী প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫