মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশে প্রথমবারের মতো নিজস্ব গার্মেন্টস পল্লি তৈরি করতে যাচ্ছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০০ একর জমির ওপর তৈরি করতে যাচ্ছে এই গার্মেন্টস পল্লি। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সংগঠনের সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা এ এলাকা পরিদর্শনে আসেন।
নিজেদের জন্য বরাদ্দকৃত ৫০০ একরের প্লট পরিদর্শন শেষে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘সরকারের (বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) “বেজা” থেকে আমরা ৫০০ একর জমি নিয়েছি। এগুলো আমাদের সদস্যদের কাছে ইতিমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনো বুঝিয়ে দিতে পারিনি।’
প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না, এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এ ছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার, এটিও এখানো করা হয়নি। এসব বিষয়ে আমরা ঢাকায় বেজা কর্মকর্তার সঙ্গে বৈঠক করব।’
কবে নাগাদ বিজিএমইএ গার্মেন্টস পল্লিতে কারখানা নির্মাণকাজ শুরু করবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো চাই আগামীকালকেই করতে, কিন্তু তা তো আর হচ্ছে না। তবে আশা করছি, শিগগিরই আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারব। তাঁরা দ্রুত সময়ের মধ্যে কারখানা নির্মাণকাজ শুরু করবেন।’
পরিদর্শনকালে বিজিএমইএ সভাপতি ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের’ (বেজা) কর্মকর্তাদের সঙ্গে নানা সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় বেজাকে তাঁরা প্লটের নানান সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি (অর্থায়ন) রাকিবুল আলম চৌধুরী প্রমুখ।
দেশে প্রথমবারের মতো নিজস্ব গার্মেন্টস পল্লি তৈরি করতে যাচ্ছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০০ একর জমির ওপর তৈরি করতে যাচ্ছে এই গার্মেন্টস পল্লি। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সংগঠনের সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা এ এলাকা পরিদর্শনে আসেন।
নিজেদের জন্য বরাদ্দকৃত ৫০০ একরের প্লট পরিদর্শন শেষে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘সরকারের (বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) “বেজা” থেকে আমরা ৫০০ একর জমি নিয়েছি। এগুলো আমাদের সদস্যদের কাছে ইতিমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনো বুঝিয়ে দিতে পারিনি।’
প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না, এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এ ছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার, এটিও এখানো করা হয়নি। এসব বিষয়ে আমরা ঢাকায় বেজা কর্মকর্তার সঙ্গে বৈঠক করব।’
কবে নাগাদ বিজিএমইএ গার্মেন্টস পল্লিতে কারখানা নির্মাণকাজ শুরু করবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো চাই আগামীকালকেই করতে, কিন্তু তা তো আর হচ্ছে না। তবে আশা করছি, শিগগিরই আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারব। তাঁরা দ্রুত সময়ের মধ্যে কারখানা নির্মাণকাজ শুরু করবেন।’
পরিদর্শনকালে বিজিএমইএ সভাপতি ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের’ (বেজা) কর্মকর্তাদের সঙ্গে নানা সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় বেজাকে তাঁরা প্লটের নানান সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি (অর্থায়ন) রাকিবুল আলম চৌধুরী প্রমুখ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪