পন্টিংয়ের ‘না’-ই তাহলে বাজবলের উৎস
মাঠে ওলি রবিনসন বনাম উসমান খাজা। মাঠের বাইরে রবিনসন বনাম রিকি পন্টিং। একটু ভুলই হলো, ইংলিশ পেসারকে এক হাত নেওয়ায় পন্টিংয়ের সঙ্গে যোগ দিয়েছেন ম্যাথু হেইডেন, ইয়ান হিলিরাও। অস্ট্রেলিয়ার সাবেকরা বিচ্ছিন্নভাবে যা বলছেন, তার অর্থটা দাঁড়ায় এই—বড় বড় কথা বলা ওই রবিনসনটা কে!