বাংলাদেশের দুর্দান্ত এক জয়ের তিন নায়ক
যখন থ্রো হয়, তপু চিন্তা করল, লম্বা থ্রো হবে। ওটা শর্ট থ্রো হয়ে সোহেল রানার কাছে যায়। সোহেল সেটআপ তৈরি করে তপুকে দিয়েছে, তপু যখন হেড করে রিব্যাক করে দিল, রাকিব ফিনিশ করেছে। এটা কম্বিনেশন গোল। দারুণ গোল ছিল এবং গোলটা হয়েছে প্রথমার্ধের একেবারে শেষের দিকে। প্রথমার্ধে এক গোল পিছিয়ে থেকে যদি দ্বিতীয়ার্ধ শ