Ajker Patrika

বাংলাদেশের দুর্দান্ত এক জয়ের তিন নায়ক

বাংলাদেশের দুর্দান্ত এক জয়ের তিন নায়ক

যখন থ্রো হয়, তপু চিন্তা করল, লম্বা থ্রো হবে। ওটা শর্ট থ্রো হয়ে সোহেল রানার কাছে যায়। সোহেল সেটআপ তৈরি করে তপুকে দিয়েছে, তপু যখন হেড করে রিব্যাক করে দিল, রাকিব ফিনিশ করেছে। এটা কম্বিনেশন গোল। দারুণ গোল ছিল এবং গোলটা হয়েছে প্রথমার্ধের একেবারে শেষের দিকে। প্রথমার্ধে এক গোল পিছিয়ে থেকে যদি দ্বিতীয়ার্ধ শুরু হতো, তাহলে একটা চাপ থাকত। সুতরাং ৪২ মিনিটের গোলটা ভালো সময়েই হয়েছে।

তারিক কাজীদ্বিতীয় গোলটি সেট পিস থেকে হয়েছে, তারিক কাজী যেটা করল। জটলার ভেতর থেকে। আমি বলব, এটাতে মালদ্বীপের গোলরক্ষকের একটা বড় ভুল ছিল। তবু বলব যে জায়গামতো থাকা তারিকের…আগের ম্যাচে তারিকের একটা ভুল হয়েছিল। সেই চাপ নিয়ে এই ম্যাচে গোল করাটা তারিকের জন্যই বেশ ভালো হয়েছে। সে মানসিকভাবে অনেক চাপমুক্ত হয়ে গেল। এটা তার জন্য বড় প্লাস পয়েন্ট।

শেখ মোরসালিনমোরসালিন অসাধারণ। এই দলে সবচেয়ে ধারাবাহিক, আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে। যদিও দুটি ম্যাচ বদলি হিসেবে খেলছে, তবে  অসাধারণ। আমাদের যারা মাঝমাঠে খেলে, তারা কিন্তু ফ্রন্টে ভালো পাস খেলতে পারে না। এই ছেলেটার একটা ইতিবাচক দিক, বল ধরার সঙ্গে সঙ্গে সে সামনের দিকে নজর দেয় এবং ফাঁকা জায়গায় বল দেওয়ার চেষ্টা করে। লেবাননের বিপক্ষে ফাহিম যে গোলটা মিস করেছে, এটা কিন্তু ওর বাড়িয়ে দেওয়া বল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত