Ajker Patrika

মিয়ামির মেসির যত রেকর্ডের হাতছানি

মিয়ামির মেসির যত রেকর্ডের হাতছানি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলে যাবেন আর রেকর্ড গড়বেন না, তা কি হয় নাকি! ইউরোপের ফুটবলে যত দিন কাটিয়েছেন, রেকর্ড এসে চুমু খেয়েছে তাঁর বাঁ পায়ে। আগামী মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দেখা যাবে ইন্টার মিয়ামিতে। মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটির সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি সারেননি তিনি, তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কিছুদিন আগে।

ইন্টার মিয়ামির জার্সিতে মেসির অভিষেক দেখার জন্য অধীর অপেক্ষায় ফুটবল বিশ্ব। ইতিমধ্যে ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।যুক্তরাষ্ট্রের ফুটবলে তিন বছরের চুক্তিতে বার্সেলোনা ও পিএসজির তারকার সামনে বেশ কয়েকটি রেকর্ড ভাঙারও সুযোগ আছে।

ক্যারিয়ারে বেশ কয়েকটি দুর্দান্ত গোল ফ্রি-কিক থেকে করেছেন মেসি। এমএলএসে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ ১৩ গোল রয়েছে সেবাস্তিয়ান জিওভিঙ্কোর। টরন্টো এফসিতে ৪ বছরের ক্যারিয়ারে এই কীর্তি গড়েন ইতালিয়ান তারকা। এ রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির।

এ ছাড়া সর্বোচ্চ ৬ হ্যাটট্রিকের মালিক ইন্টার মিয়ামি সতীর্থ জোসেফ মার্তিনেজের রেকর্ডও ভাঙার সম্ভাবনা আছে। সুযোগ রয়েছে ফাবিয়ান রেঙ্কেলের সবচেয়ে বেশি ২৯ ম্যাচজয়ী গোল ও অ্যাসিস্টের রেকর্ড ভাঙারও। এ ছাড়া টানা তিন হ্যাটট্রিক, পেনাল্টি থেকে ১৮ গোলের রেকর্ড গড়াও সম্ভব মেসির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত