Ajker Patrika

লেবাননের দুর্বলতার খোঁজে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২৩, ০৯: ৫১
লেবাননের দুর্বলতার খোঁজে বাংলাদেশ

লেবাননের আক্রমণভাগ কতটা শক্তিশালী, আক্রমণাত্মক খেলতে গিয়ে কতটা নাজুক অবস্থায় থাকে রক্ষণভাগ, তা নিয়ে মোটামুটি কাটাছেঁড়া করা হয়ে গেছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার। র‍্যাঙ্কিংয়ের ৯৯তম স্থানে থাকা লেবাননের দুর্বলতা খুঁজতে গিয়ে বাংলাদেশ দলের নজরে পড়েছে মধ্যপ্রাচ্যের দলটির ক্লান্তি।

সাফের আগেই ভারতে লেবানন। এবারের ফিফা উইন্ডোতে স্বাগতিক ভারত, মঙ্গোলিয়া ও ভানাতুর সঙ্গে সব মিলিয়ে চারটি ম্যাচ খেলেছে লেবানন। প্রতি তিন দিনে একটি ম্যাচ খেলা লেবানন ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারতের কাছে হেরেছে ২-০ গোলে। আগামী পরশু বাংলাদেশের বিপক্ষে সাফে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে দলটি বিশ্রাম পাবে তিন দিনের মতো।

লেবাননের ঠিক উল্টো অবস্থানে বাংলাদেশ। সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ায় গিয়ে স্থানীয় দল তিফি আর্মি ও কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেনজামালেরা। সাফের আগে বিশ্রামটাও পেয়েছেন অনেক। কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে খানিকটা স্বস্তিও আছে দলে। র‍্যাঙ্কিং আর সামর্থ্য বিবেচনায় অনেক পিছিয়ে থাকলেও লেবাননকে যে হারানো অসম্ভব কিছু নয়, সেটা ১২ বছর আগে দেশের মাঠে দেখিয়েছিলেন জাহিদ হাসান এমিলি-মিঠুন চৌধুরীরা। লেবাননের এই দলের বিপক্ষেও সুযোগ থাকবে, বলছেন বাংলাদেশের ফুটবলাররা। আর সেই সুযোগ কাজে লাগানো গেলে পয়েন্ট পাওয়া যে খুব কঠিন কিছু নয়, সেটা কয়েক দিন আগে ইন্টারকন্টিনেন্টাল কাপে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে মঙ্গোলিয়া। নিজেদের চেয়ে ৮৪ ধাপ এগিয়ে থাকা লেবাননকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল দেশটি।

ড্র কিংবা জয়—লেবাননের বিপক্ষে দুটোই সম্ভব বাংলাদেশের জন্য। তবে তার আগে নিজেদের রক্ষণের ছিদ্রগুলো বন্ধ করতে হবে কাবরেরার দলকে। গতকাল তাই রক্ষণ নিয়েই বেশি কাজ করেছেন স্প্যানিশ কোচ। রক্ষণভাগের খেলোয়াড়েরাও নিজেদের সেরাটা দিতে তৈরি বলে জানালেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বেঙ্গালুরু থেকে ভিডিও বার্তায় জিকো বলেছেন, ‘আমরা যারা গোলরক্ষক ও ডিফেন্ডাররা আছি, তাদের ওপর অনেক চাপ থাকবে; যেহেতু লেবাননের আক্রমণভাগ অনেক ভালো। আমরা যে-ই খেলি না কেন, নিজের সেরাটা দিতে হবে। আমি একটা সাফ খেলেছি, কিছুটা অভিজ্ঞতা হয়েছে। জিকো মনে করে, এখন অনেক বেশি দায়িত্ব আমার ওপর। বিশ্বাস করি, সবাই যদি নিজের সেরাটা দিতে পারে, তাহলে  অবশ্যই ভালো একটা ফল আমরা দিতে পারব।’

লেবাননের বিপক্ষে গতিটা বাড়াতে পারলে দলের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন বাংলাদেশ গোলরক্ষক, ‘লেবানন অনেক শক্তিশালী দল। আমাদের রানিং কোয়ালিটি অনেক ভালো। কম্বোডিয়ার সঙ্গে লাস্ট ম্যাচে যেভাবে রানিং করেছি, আর লড়াইটা যদি আরও ভালো করতে পারি, তাহলে লেবাননের সঙ্গে আমরা পয়েন্ট পাব আশা করছি।’ টানা ম্যাচ খেলায় লেবানন খেলোয়াড়দের ক্লান্তিই পয়েন্টের দুয়ার খুলে দিতে পারে বলে আশা জিকোর, ‘কাল (গত পরশু) কিন্তু ভারতের কাছে লেবানন হেরেছে, ওরা টানা চারটা ম্যাচ খেলেছে। তাই অনেক ক্লান্ত থাকবে। আমরা এর সুযোগ নেওয়ার চেষ্টা করব। যদি সুযোগ পাই এবং সেগুলো কাজে লাগাতে পারি, আমাদের এই ম্যাচটা জেতার সম্ভাবনা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত