আসছে কার্বন নিরপেক্ষ সৌন্দর্যের যুগ
সৌন্দর্যচর্চার প্রবণতা বদল হয় যুগে যুগে। আগের সব ধারণা এখন ধীরে ধীরে বাতিলের খাতায় চলে যাচ্ছে। ‘সবুজ সৌন্দর্য’ বা গ্রিন বিউটির কথা এখন আর তেমন শোনা যায় না। এবার আসছে কার্বন নিউট্রাল বা কার্বন নিরপেক্ষ সৌন্দর্যের যুগ। সৌন্দর্য ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এটি গুঞ্জন নয়, হতে চলেছে আন্দোলন।