হেমন্তে হালকা শীতের পোশাক
শীত এলে অনেকের মনই ফুরফুরে হয়ে ওঠে। একে তো গরমে ঘেমে-নেয়ে একাকার হওয়ার দিন ফুরোয়, অন্যদিকে রংবেরঙের ফ্যাশনেবল পোশাক পরারও ফুরসত মেলে। তাই শীতের জন্য অনেকে তুলে রাখেন অনেক ধরনের টপস, প্যান্ট, কটি, শর্ট ব্লাউজ। তবে মুশকিলটা হয় যখন খুব শীত পড়ে না, আবার বিকেল হলেই শীত শীত অনুভব হয়।