শারমিন কচি
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
উত্তর: এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
উত্তর: এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
উত্তর: থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
উত্তর: এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
উত্তর: এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
উত্তর: থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
জোয়ান মারা যাওয়ার পর টম ঠিক করেন, তিনি জোয়ানের স্মৃতির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে কিছু করবেন। সঙ্গে জোয়ান যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, সেই সেন্ট অ্যান’স হসপিটালের জন্যও যদি কিছু করা যায়, মন্দ কি। এই চিন্তা থেকে তিনি অংশ নেন ১১ হাজার ফুট উচ্চতার স্কাই ডাইভ চ্যালেঞ্জে।
৬ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। ভর্তা করে বা ডালে আমড়া দিয়ে তো খাবেনই, আচারও বানাবেন নিশ্চয়ই। কিন্তু আমড়ার ঝাল রসগোল্লা? আপনাদের জন্য আস্ত আমড়ার ঝাল রসগোল্লার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম জেলার মিরসরাই এমনই এক জায়গা, যেখানে আছে অনেক প্রাকৃতিক ঝরনা আর বৈচিত্র্যময় প্রকৃতি। ফলে এই বর্ষাকালে সেখানে না গিয়ে উপায় কি!
১১ ঘণ্টা আগেছোটবেলা থেকে এক বিশেষ মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন ক্যামেরুন মোফিড। সমস্যার নাম অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)। এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা একই চিন্তা বা আচরণে বারবার আটকে যান। এটি তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন ইরানি-মিসরীয় বং
১২ ঘণ্টা আগে