শারমিন কচি
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
উত্তর: এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
উত্তর: এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
উত্তর: থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
উত্তর: এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
উত্তর: এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
উত্তর: থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১৯ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
৩ দিন আগে