অ্যান্ড্রয়েড ১৪— এর বেটা সংস্করণ আনল গুগল
দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর এবার অ্যান্ড্রয়েড ১৪— এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি এনেছে গুগল। আগের সংস্করণগুলোর মতো এই বেটা সংস্করণও যে কেউ ইনস্টল করতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, এই সংস্করণ ইনস্টল করতে হলে ‘পিক্সেল ৪এ ৫জি’র মতো সমর্থনযোগ্য ডিভাইস প্রয়োজন হবে।