Ajker Patrika

অ্যান্ড্রয়েডে চালু অ্যাপলের ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ

প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েডে চালু অ্যাপলের ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ

এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য চালু হলো অ্যাপলের ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ। গত মার্চে আইওএস প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রা শুরু করে অ্যাপটি। স্ট্রিমিং অ্যাপটিতে ৫০ লাখেরও বেশি গান রয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানিয়েছিল, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই। অ্যাপল আরও জানিয়েছিল, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের। 

২০২১ সালে মিউজিক সার্ভিস প্রাইমফোনিক অধিগ্রহণ করে অ্যাপল। এরপরই গত বছরের শেষ নাগাদ একটি ক্ল্যাসিক্যাল সংগীতভিত্তিক অ্যাপ প্রকাশ করার লক্ষ্য রেখেছিল প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এটি চালু করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত গত মার্চে এই লক্ষ্য বাস্তবায়ন হয়েছে অ্যাপলের।

এদিকে, চলতি বছরের অ্যাপল ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। মূলত ডেভেলপারদের জন্য আয়োজনটি করে থাকে টেক জায়ান্ট অ্যাপল। এ ছাড়া, সম্মেলনটিতে অ্যাপলের নতুন ওএস সংস্করণেরও ঘোষণা দেওয়া হয়। প্রতিবারের মতো এবারের আয়োজনেও একাধিক নতুন পণ্যের প্রদর্শনী ছাড়াও ভবিষ্যতের পণ্য নিয়ে ঘোষণা আসবে প্রতিষ্ঠানটির। ফলে এই সম্মেলনটি ঘিরে অ্যাপলপ্রেমীদের রয়েছে বিপুল আগ্রহ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, এবারের আয়োজনে নতুন কী কী ঘোষণা আসছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অ্যাপলের মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্ল্যাটফর্ম এক্সআরওএস নিয়ে ঘোষণা আসতে পারে। এবারই দেখা যাবে অ্যাপলের বহুল প্রতীক্ষিত পণ্য ‘মিক্সড রিয়্যালিটি হেডসেট’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত