প্রযুক্তি ডেস্ক
আইফোন ১৪ সিরিজ গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর নানান প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। তবে গতানুগতিক ডিজাইন ও ফিচারের ভিড়ে যে একটি জিনিস নতুন সিরিজে বিশেষভাবে নজর কেড়েছে প্রত্যেকের তা হলো, ‘ডায়নামিক আইল্যান্ড’ নামের পিল-আকৃতির ডিসপ্লে নচ। যদিও এই নতুন সংযোজনটি শুধু আইফোন সিরিজের প্রো মডেলগুলোতে দেখতে পাওয়া গেছে। তবে এখন কেউ চাইলে আইফোন ১৪ প্রো মডেল না কিনে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটেই ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে ‘ডায়নামিক স্পট’ নামের একটি অ্যাপ ফোনে ইনস্টল করলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এটি।
প্লে স্টোরে থাকা অন্যান্য ডায়নামিক আইল্যান্ড অ্যাপের মধ্যে এটি বেশ ভালো। এটি মূলত ফোনের ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল ডিসপ্লেকে কাজে লাগিয়ে ডায়নামিক আইল্যান্ড ফিচার এমুলেট করবে। অ্যাপটি মাঝেমধ্যে অ্যাড প্রদর্শন করে। চাইলে এক ডলার দিয়ে এর প্রো ভার্সন কিনে অ্যাড ছাড়াই ব্যবহার করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে অনগোয়িং কল ইনফো দেখাতে সম্মতি দিতে হবে। এরপর নোটিফিকেশন প্রদর্শন ও ডায়নামিক বার ঠিকমতো দেখাতে অ্যাকসেসিবিলিটি সম্মতি দিলে অ্যাপ সেটিংস ঠিক হওয়ার পর ডায়নামিক আইল্যান্ড শো করবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। এভাবে খুব সহজেই ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড ফোনে। আবার অ্যাপের সেটিংস সেকশনে গিয়ে কোন অ্যাপ ডায়নামিক আইল্যান্ডে নোটিফিকেশন ও অ্যাকশন প্রদর্শন করতে পারবেন তা সিলেক্ট করা যাবে। এ ছাড়া হাইট, ওয়াইড, পজিশন বা এইজের মতো সেটিংস মডিফাই করে ক্যাপসুলের লুক পরিবর্তন করা যাবে। এমনকি নিজ থেকে রং সিলেক্ট হওয়ার অপশনও রয়েছে; অর্থাৎ সেটিংস থেকে অ্যাপটি কীভাবে কাজ করবে তার সব অপশন দেওয়া রয়েছে, যা নিজের ইচ্ছেমতো মডিফাই করা যাবে।
মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা কাটআউটকে কাজে লাগানোর অসাধারণ একটি ফিচার এই ডায়নামিক আইল্যান্ড। এই টুল ব্যবহার করে অ্যাপল আইফোন ১৪ প্রো না কিনেও অ্যান্ড্রয়েড ফোনটিতে নতুন ধরনের এই নচ বৈশিষ্ট্যের যাবতীয় সুবিধা এবং ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
আইফোন ১৪ সিরিজ গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর নানান প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। তবে গতানুগতিক ডিজাইন ও ফিচারের ভিড়ে যে একটি জিনিস নতুন সিরিজে বিশেষভাবে নজর কেড়েছে প্রত্যেকের তা হলো, ‘ডায়নামিক আইল্যান্ড’ নামের পিল-আকৃতির ডিসপ্লে নচ। যদিও এই নতুন সংযোজনটি শুধু আইফোন সিরিজের প্রো মডেলগুলোতে দেখতে পাওয়া গেছে। তবে এখন কেউ চাইলে আইফোন ১৪ প্রো মডেল না কিনে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটেই ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে ‘ডায়নামিক স্পট’ নামের একটি অ্যাপ ফোনে ইনস্টল করলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এটি।
প্লে স্টোরে থাকা অন্যান্য ডায়নামিক আইল্যান্ড অ্যাপের মধ্যে এটি বেশ ভালো। এটি মূলত ফোনের ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল ডিসপ্লেকে কাজে লাগিয়ে ডায়নামিক আইল্যান্ড ফিচার এমুলেট করবে। অ্যাপটি মাঝেমধ্যে অ্যাড প্রদর্শন করে। চাইলে এক ডলার দিয়ে এর প্রো ভার্সন কিনে অ্যাড ছাড়াই ব্যবহার করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে অনগোয়িং কল ইনফো দেখাতে সম্মতি দিতে হবে। এরপর নোটিফিকেশন প্রদর্শন ও ডায়নামিক বার ঠিকমতো দেখাতে অ্যাকসেসিবিলিটি সম্মতি দিলে অ্যাপ সেটিংস ঠিক হওয়ার পর ডায়নামিক আইল্যান্ড শো করবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। এভাবে খুব সহজেই ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড ফোনে। আবার অ্যাপের সেটিংস সেকশনে গিয়ে কোন অ্যাপ ডায়নামিক আইল্যান্ডে নোটিফিকেশন ও অ্যাকশন প্রদর্শন করতে পারবেন তা সিলেক্ট করা যাবে। এ ছাড়া হাইট, ওয়াইড, পজিশন বা এইজের মতো সেটিংস মডিফাই করে ক্যাপসুলের লুক পরিবর্তন করা যাবে। এমনকি নিজ থেকে রং সিলেক্ট হওয়ার অপশনও রয়েছে; অর্থাৎ সেটিংস থেকে অ্যাপটি কীভাবে কাজ করবে তার সব অপশন দেওয়া রয়েছে, যা নিজের ইচ্ছেমতো মডিফাই করা যাবে।
মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা কাটআউটকে কাজে লাগানোর অসাধারণ একটি ফিচার এই ডায়নামিক আইল্যান্ড। এই টুল ব্যবহার করে অ্যাপল আইফোন ১৪ প্রো না কিনেও অ্যান্ড্রয়েড ফোনটিতে নতুন ধরনের এই নচ বৈশিষ্ট্যের যাবতীয় সুবিধা এবং ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
১ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
২ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
২০ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে