দীর্ঘ দিন সফটওয়্যার হালনাগাদ সুবিধার কথা আগেই ঘোষণা দিয়েছে গুগল। এবার হার্ডওয়্যারেও অন্তত সাত বছর সমর্থন দেওয়ার ঘোষণা এল। পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোনে এই সুবিধা দেবে সার্চ জায়ান্ট গুগল।
‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে গুগল ঘোষণা দিয়েছে, সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ পরিবর্তনের সমর্থন দেওয়া হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও নিরাপত্তা ত্রুটি সংশোধনের সমর্থনের পাশাপাশি এই সুবিধাও পাওয়া যাবে বলে অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে বলা হয়েছে।
অবশ্য সাত বছর পর্যন্ত যন্ত্রাংশ পরিবর্তনের সুবিধা সম্পর্কে গুগলের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
গুগলের অংশীদার কোম্পানি আইফিক্সইট বলছে, পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ (স্পেয়ার পার্টস) গুগলের ওয়েবসাইট থেকে কেনা যাবে। কোনো কারণে পিক্সেল ৮ সিরিজের ফোনের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তা পরিবর্তন করে আরও বেশি সময় ফোনগুলো ব্যবহার করতে পারবেন।
এই সুবিধা সবচেয়ে বেশি কাজে লাগবে ব্যাটারির ক্ষেত্রে। কারণ দুই বছরের মধ্যে স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা ২০ শতাংশ কমে যায়। বাজারে ব্যাটারি পাওয়া গেলেও সেগুলো আসলটির মতো মানের হয় না। এবার সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের ফোনের আসল ব্যাটারি প্রতিস্থাপনের সুযোগ পাওয়া যাবে।
গ্রাহকেরা ফোন কেনার সময় সাধারণত ডিভাইসের আয়ুর কথা ভাবেন। তাই সাত বছর সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থনের বিষয়টি ক্রেতাদের আকর্ষণ করবে। দুটি ক্ষেত্রে এই সমর্থন গুগল পিক্সেল সিরিজকে অন্যান্য কোম্পানির স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। তবে দীর্ঘ দিন সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থন দেওয়ার ঘোষণায় স্পষ্ট যে, মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চাচ্ছে গুগল।
পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো গতকাল বুধবার উন্মোচন করে গুগল। কোম্পানিটি সেই সঙ্গে এয়ারবাডস প্রো ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করেছে। বর্তমানে ডিভাইসগুলোর প্রিঅর্ডার চলছে।
দীর্ঘ দিন সফটওয়্যার হালনাগাদ সুবিধার কথা আগেই ঘোষণা দিয়েছে গুগল। এবার হার্ডওয়্যারেও অন্তত সাত বছর সমর্থন দেওয়ার ঘোষণা এল। পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোনে এই সুবিধা দেবে সার্চ জায়ান্ট গুগল।
‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে গুগল ঘোষণা দিয়েছে, সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ পরিবর্তনের সমর্থন দেওয়া হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও নিরাপত্তা ত্রুটি সংশোধনের সমর্থনের পাশাপাশি এই সুবিধাও পাওয়া যাবে বলে অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে বলা হয়েছে।
অবশ্য সাত বছর পর্যন্ত যন্ত্রাংশ পরিবর্তনের সুবিধা সম্পর্কে গুগলের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
গুগলের অংশীদার কোম্পানি আইফিক্সইট বলছে, পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ (স্পেয়ার পার্টস) গুগলের ওয়েবসাইট থেকে কেনা যাবে। কোনো কারণে পিক্সেল ৮ সিরিজের ফোনের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তা পরিবর্তন করে আরও বেশি সময় ফোনগুলো ব্যবহার করতে পারবেন।
এই সুবিধা সবচেয়ে বেশি কাজে লাগবে ব্যাটারির ক্ষেত্রে। কারণ দুই বছরের মধ্যে স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা ২০ শতাংশ কমে যায়। বাজারে ব্যাটারি পাওয়া গেলেও সেগুলো আসলটির মতো মানের হয় না। এবার সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের ফোনের আসল ব্যাটারি প্রতিস্থাপনের সুযোগ পাওয়া যাবে।
গ্রাহকেরা ফোন কেনার সময় সাধারণত ডিভাইসের আয়ুর কথা ভাবেন। তাই সাত বছর সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থনের বিষয়টি ক্রেতাদের আকর্ষণ করবে। দুটি ক্ষেত্রে এই সমর্থন গুগল পিক্সেল সিরিজকে অন্যান্য কোম্পানির স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। তবে দীর্ঘ দিন সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থন দেওয়ার ঘোষণায় স্পষ্ট যে, মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চাচ্ছে গুগল।
পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো গতকাল বুধবার উন্মোচন করে গুগল। কোম্পানিটি সেই সঙ্গে এয়ারবাডস প্রো ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করেছে। বর্তমানে ডিভাইসগুলোর প্রিঅর্ডার চলছে।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৩ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৫ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৬ ঘণ্টা আগে