Ajker Patrika

হোয়াটসঅ্যাপের ডিজাইনে বড় পরিবর্তন আসছে

হোয়াটসঅ্যাপের ডিজাইনে বড় পরিবর্তন আসছে

ডিজাইনে বড় পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কয়েক বছর ধরে অ্যাপটির নকশায় বিশেষ পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৩. ১৩.১৬ এ নতুন ডিজাইন দেখা যাবে। 

প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের ইন্টারফেসের টপ বারে গাঢ় সবুজ রঙ বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে স্টার্ক হোয়াইট (এক ধরনের সাদা রঙ) ব্যবহার করা হবে। রঙটির ওপরে আগের সাধারণ টেক্সট ওয়ার্ডমার্কের পরিবর্তে স্পষ্টরূপে হোয়াটসঅ্যাপের লোগো থাকবে। 

নতুন ডিজাইনটিতে প্রায় সব কি–সেকশন গুলো নিচের দিকে রাখা হবেনতুন ডিজাইনটিতে প্রায় সব মূল সেকশন নিচের দিকে রাখা হবে। নিচের বারে চ্যাট, স্টাটাস, কমিউনিটি ও কলের ফিচার থাকবে। আগের চেয়ে আরও স্পষ্ট হবে। এই ডিজাইন ‘নিউ চ্যাটের’ ফ্লোটিং অপশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

চ্যাট লিস্টের ওপরে নতুন ফিল্টার অপশন থাকবে। মেসেজগুলো আনরেড, পার্সোনাল ও বিজনেস- ক্যাটাগরিতে গুছিয়ে রাখার জন্য এই ফিল্টার ব্যবহার করা যাবে। এসব ফিচার সবার জন্য উন্মুক্ত হয়নি। নতুন ডিজাইনটি হোয়াটসঅ্যাপ কখন সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করবে তা স্পষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত