অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা (অ্যালার্ট) ফিচারের সুবিধা দেয় গুগল। ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষদের আগে থেকে সতর্ক করে এই ফিচার। অ্যান্ড্রয়েড ৫ ও এরপরের ভার্সনগুলোতে ফিচারটি পাওয়া যায়।
এই সার্ভিসটি বিনামূল্যে ব্যবহার করা যায় ও সমগ্র বিশ্বের ভূমিকম্প চিহ্নিত করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে অ্যালার্ট পাঠায়।
ফিচারটি আপনার ফোনে যেভাবে চালু করবেন তার ধাপগুলো গেজেডটস নাও–এর প্রতিবেদন অনুসারে উল্লেখ করা হল–
ফিচারটি ব্যবহারের জন্য যা যা লাগবে–
১. স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ৫ বা এরপরের ভার্সনগুলোতে ফিচারটি ব্যবহার করা যাবে।
২. ফোনে সেলুলার বা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সচল থাকতে হবে।
অ্যান্ড্রয়েডে যেভাবে অ্যালার্টটি চালু করবেন
১. প্রথমেই ফোনের সেটিংস অপশনে গিয়ে লোকেশন সার্ভিস চালু করতে হবে। এর ফলে গুগল আপনার লোকেশন জানতে পারবে এবং এর মাধ্যমে সেই অঞ্চলে কোনো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকলে আগে থেকেই অ্যালার্ট দিবে।
২. এরপর ফোনের ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমটি সচল করতে হবে। এ জন্য সেটিংসে গিয়ে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশনে ট্যাপ করতে হবে এবং সেখান থেকে ভূমিকম্প অ্যালার্ট নির্বাচন করে টোগল বাটনটি চালু করতে হবে।
অ্যালার্ট সিস্টেমটি চালু হলে ডিভাইসে ভূমিকম্পের আপডেট আসতে থাকবে। তবে ফিচারটি দুই ধরনের অ্যালার্ট থাকবে–‘বি অ্যাওয়ার’ (সতর্কতা অবলম্বনের জন্য) ও ‘টেক–অ্যাকশন’ (পদক্ষেপ গ্রহণ) অ্যালার্ট।
বি অ্যাওয়ার অ্যালার্ট বা সতর্ক থাকার অ্যালার্ট
এই অ্যালার্টের মাধ্যমে ডিভাইসে স্বল্প মাত্রার ভূমিকম্পের নোটিফিকেশন দেখা যাবে এবং ‘মোর ইনফরমেশনে’ ট্যাপ করলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। নোটিফিকেশনটি শুধুমাত্র সেই ব্যবহারকারীদের পাঠানো হবে, যারা ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের অঞ্চলে থাকবে এবং এমএমআই স্কেলে তীব্রতা ৩ বা ৪ হবে। ফোনের ভলিউম, ভাইব্রেশন ব্যবহার করে এই অ্যালার্ট জানানো হবে।
টেক অ্যাকশন অ্যালার্ট বা পদক্ষেপ গ্রহণের অ্যালার্ট
মাঝারি থেকে উচ্চ মাত্রার ভূমিকম্পে ব্যবহারকারীর সুরক্ষায় পদক্ষেপ নিতে এই অ্যালার্ট দেওয়া হবে। ৪ দশমিক ৫ বা তার চেয়ে বেশি মাত্রার এবং এমএমআই স্কেলে তীব্রতা ৫ বা তার বেশি হলে এই অ্যালার্ট দেওয়া হবে। ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ ফিচারটি বন্ধ করে পুরো স্ক্রিন জুড়ে এই নোটিফিকেশন দেখা যাবে। সেই সঙ্গে ফোনে উচ্চ স্বরে রিংটোন বা নোটিফিকেশন সাউন্ড বাজবে।
অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা (অ্যালার্ট) ফিচারের সুবিধা দেয় গুগল। ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষদের আগে থেকে সতর্ক করে এই ফিচার। অ্যান্ড্রয়েড ৫ ও এরপরের ভার্সনগুলোতে ফিচারটি পাওয়া যায়।
এই সার্ভিসটি বিনামূল্যে ব্যবহার করা যায় ও সমগ্র বিশ্বের ভূমিকম্প চিহ্নিত করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে অ্যালার্ট পাঠায়।
ফিচারটি আপনার ফোনে যেভাবে চালু করবেন তার ধাপগুলো গেজেডটস নাও–এর প্রতিবেদন অনুসারে উল্লেখ করা হল–
ফিচারটি ব্যবহারের জন্য যা যা লাগবে–
১. স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ৫ বা এরপরের ভার্সনগুলোতে ফিচারটি ব্যবহার করা যাবে।
২. ফোনে সেলুলার বা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সচল থাকতে হবে।
অ্যান্ড্রয়েডে যেভাবে অ্যালার্টটি চালু করবেন
১. প্রথমেই ফোনের সেটিংস অপশনে গিয়ে লোকেশন সার্ভিস চালু করতে হবে। এর ফলে গুগল আপনার লোকেশন জানতে পারবে এবং এর মাধ্যমে সেই অঞ্চলে কোনো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকলে আগে থেকেই অ্যালার্ট দিবে।
২. এরপর ফোনের ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমটি সচল করতে হবে। এ জন্য সেটিংসে গিয়ে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশনে ট্যাপ করতে হবে এবং সেখান থেকে ভূমিকম্প অ্যালার্ট নির্বাচন করে টোগল বাটনটি চালু করতে হবে।
অ্যালার্ট সিস্টেমটি চালু হলে ডিভাইসে ভূমিকম্পের আপডেট আসতে থাকবে। তবে ফিচারটি দুই ধরনের অ্যালার্ট থাকবে–‘বি অ্যাওয়ার’ (সতর্কতা অবলম্বনের জন্য) ও ‘টেক–অ্যাকশন’ (পদক্ষেপ গ্রহণ) অ্যালার্ট।
বি অ্যাওয়ার অ্যালার্ট বা সতর্ক থাকার অ্যালার্ট
এই অ্যালার্টের মাধ্যমে ডিভাইসে স্বল্প মাত্রার ভূমিকম্পের নোটিফিকেশন দেখা যাবে এবং ‘মোর ইনফরমেশনে’ ট্যাপ করলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। নোটিফিকেশনটি শুধুমাত্র সেই ব্যবহারকারীদের পাঠানো হবে, যারা ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের অঞ্চলে থাকবে এবং এমএমআই স্কেলে তীব্রতা ৩ বা ৪ হবে। ফোনের ভলিউম, ভাইব্রেশন ব্যবহার করে এই অ্যালার্ট জানানো হবে।
টেক অ্যাকশন অ্যালার্ট বা পদক্ষেপ গ্রহণের অ্যালার্ট
মাঝারি থেকে উচ্চ মাত্রার ভূমিকম্পে ব্যবহারকারীর সুরক্ষায় পদক্ষেপ নিতে এই অ্যালার্ট দেওয়া হবে। ৪ দশমিক ৫ বা তার চেয়ে বেশি মাত্রার এবং এমএমআই স্কেলে তীব্রতা ৫ বা তার বেশি হলে এই অ্যালার্ট দেওয়া হবে। ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ ফিচারটি বন্ধ করে পুরো স্ক্রিন জুড়ে এই নোটিফিকেশন দেখা যাবে। সেই সঙ্গে ফোনে উচ্চ স্বরে রিংটোন বা নোটিফিকেশন সাউন্ড বাজবে।
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
১ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
২ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
২০ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে