গুগলের আই/ও সম্মেলন ২০২৪: অ্যান্ড্রয়েডে সার্কেল টু সার্চ ও স্ক্যাম কল শনাক্তের ফিচার আসছে
পণ্য ও সেবায় আরও জোরালোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করবে গুগল। প্রোগ্রামার বা ডেভেলপারদের জন্য গুগলের আই/ও সম্মেলন ২০২৪-এ বিষয়টি তুলে ধরেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। আগামী মাসগুলোতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য স্ক্যাম কল শনাক্ত, সার্কেল টু সার্চ, ডিভাইসভিত্তিক এআইয়ের