ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবের মতো অ্যান্ড্রয়েড ফোনেও ক্রোম ব্রাউজারে ট্যাব মিনিমাইজ করা যাবে। এর জন্য ‘মিনিমাইজ ট্যাব’ ফিচার নিয়ে এল গুগল। অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে দেখার জন্য ফিচারটি চালু করা হয়েছে। ফিচারটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করে।
কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সরাসরি ক্রোম ব্রাউজার খুলে যায়। আর অ্যাপটি বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে লিংক খোলার পর তা মিনিমাইজ করে রাখতে পারবেন। সেসময় অ্যাপটির ওপরের একটি ছোট উইন্ডোতে ক্রোম ব্রাউজারের ট্যাবটি দেখা যাবে। এটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করবে। একে টেনে স্ক্রিনের যেকোনো স্থানে রাখা যাবে। ‘পিকচার ইন পিকচার’ (পিআইপি) উইন্ডো ব্যবহার করে ফিচারটি কাজ করে।
তবে বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন দেবে। তবে মেটার ইনস্টাগ্রামের মতো যেসব প্ল্যাটফর্মের নিজস্ব ব্রাউজার রয়েছে সেগুলোতে সমর্থন দেবে না।
ফিচারটি যেভাবে কাজ করে
১. ফিচারটি ব্যবহারের জন্য গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণটি ফোনে ইনস্টল করতে হবে।
২. এরপর গুগল চ্যাটসের মতো অন্য কোনো গুগল অ্যাপে শেয়ার করা লিংকে ট্যাপ করতে হবে।
৩. ট্যাপ করার ফলে লিংকটি ক্রোম ব্রাউজারে চালু হবে।
৪. এরপর ওপর দিকে বাম পাশে ‘ক্লোজড’ (X) বাটনের পাশে তীর চিহ্নটিতে ট্যাপ করুন। এর ফলে ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ হয়ে একটি ছোট উইন্ডো হিসেবে অন্য অ্যাপের ওপরে দেখা যাবে।
৫. আবার ক্রোম ট্যাবটি স্ক্রিন জুড়ে দেখতে চাইলে মিনিমাইজ করা উইন্ডোতে ট্যাপ করুন।
এই ফিচারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফিচারটি মাধ্যমে সব ওয়েবসাইট মিনিমাইজ করে দেখা যাবে না। এ ছাড়া মিনিমাইজ থাকা উইন্ডোতে কনটেন্টগুলো শুধু দেখাই যাবে, এই উইন্ডো থেকে কোনো কাজ করা যাবে। মিনিমাইজ থাকা ওয়েবসাইটের কোনো অপশনে ট্যাপ করলে ট্যাবটি বড় হয়ে পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে।
তথ্যসূত্র:অ্যান্ড্রয়েড পুলিস
ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবের মতো অ্যান্ড্রয়েড ফোনেও ক্রোম ব্রাউজারে ট্যাব মিনিমাইজ করা যাবে। এর জন্য ‘মিনিমাইজ ট্যাব’ ফিচার নিয়ে এল গুগল। অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে দেখার জন্য ফিচারটি চালু করা হয়েছে। ফিচারটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করে।
কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সরাসরি ক্রোম ব্রাউজার খুলে যায়। আর অ্যাপটি বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে লিংক খোলার পর তা মিনিমাইজ করে রাখতে পারবেন। সেসময় অ্যাপটির ওপরের একটি ছোট উইন্ডোতে ক্রোম ব্রাউজারের ট্যাবটি দেখা যাবে। এটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করবে। একে টেনে স্ক্রিনের যেকোনো স্থানে রাখা যাবে। ‘পিকচার ইন পিকচার’ (পিআইপি) উইন্ডো ব্যবহার করে ফিচারটি কাজ করে।
তবে বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন দেবে। তবে মেটার ইনস্টাগ্রামের মতো যেসব প্ল্যাটফর্মের নিজস্ব ব্রাউজার রয়েছে সেগুলোতে সমর্থন দেবে না।
ফিচারটি যেভাবে কাজ করে
১. ফিচারটি ব্যবহারের জন্য গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণটি ফোনে ইনস্টল করতে হবে।
২. এরপর গুগল চ্যাটসের মতো অন্য কোনো গুগল অ্যাপে শেয়ার করা লিংকে ট্যাপ করতে হবে।
৩. ট্যাপ করার ফলে লিংকটি ক্রোম ব্রাউজারে চালু হবে।
৪. এরপর ওপর দিকে বাম পাশে ‘ক্লোজড’ (X) বাটনের পাশে তীর চিহ্নটিতে ট্যাপ করুন। এর ফলে ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ হয়ে একটি ছোট উইন্ডো হিসেবে অন্য অ্যাপের ওপরে দেখা যাবে।
৫. আবার ক্রোম ট্যাবটি স্ক্রিন জুড়ে দেখতে চাইলে মিনিমাইজ করা উইন্ডোতে ট্যাপ করুন।
এই ফিচারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফিচারটি মাধ্যমে সব ওয়েবসাইট মিনিমাইজ করে দেখা যাবে না। এ ছাড়া মিনিমাইজ থাকা উইন্ডোতে কনটেন্টগুলো শুধু দেখাই যাবে, এই উইন্ডো থেকে কোনো কাজ করা যাবে। মিনিমাইজ থাকা ওয়েবসাইটের কোনো অপশনে ট্যাপ করলে ট্যাবটি বড় হয়ে পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে।
তথ্যসূত্র:অ্যান্ড্রয়েড পুলিস
অ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
২ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
৫ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
৬ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)–এ এবং একটি
৭ ঘণ্টা আগে