চ্যাটিংয়ের মাধ্যমে যোগযোগকে আরও সহজ করতে নতুন চারটি টেক্সট ফরম্যাট নিয়ে এল হোয়াটসঅ্যাপ। বিভিন্ন সংকেত ব্যবহার করে বুলেট ও নম্বর তালিকা, ব্লক কোটস বা উদ্ধৃতি হাইলাইট এবং ইনলাইন কোড টেক্সেটের মাধ্যমে তৈরি করা যাবে। এর ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো হাইলাইট করা যাবে। অর্থাৎ টেক্সটগুলো ভালোভাবে চোখে পড়বে ও চ্যাটগুলো সুশৃঙ্খলভাবে থাকবে।
অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও ম্যাকের হোয়াটসঅ্যাপের নতুন ফরম্যাটগুলো ব্যবহার করা যাবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ব্যবহার করা যাবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের টেক্সট বোল্ড, ইটালিক, মনোস্পেস ফরম্যাটের সঙ্গে নতুন চারটি ফরম্যাট যুক্ত হবে।
মেসেজে সরাসরি টেক্সট ফরম্যাটগুলো ব্যবহার করা যাবে।
বুলেট লিস্ট: শপিং বা কাজের তালিকা তৈরি করতে এই ফরম্যাট ব্যবহার করা যাবে। টেক্সট রেখার সময় কোনো বর্ণের আগে ‘-’ এই সংকেত যুক্ত করে একটি স্পেস দিলেই এই ফরম্যাটে লেখা যাবে।
নম্বর লিস্ট: এই ফরম্যাটে নম্বর দিয়ে তালিকা তৈরি করা যাবে। যেমন–কোনো নির্দিষ্ট ক্রমে কোনো নির্দেশনা দিতে এই নম্বরভিত্তিক তালিকা কাজে লাগবে। এই ফরম্যাট ব্যবহারের জন্য এক বা একাধিক সংখ্যা (যেমন–‘1 ’) লিখুন ও এরপরে ‘. ’ চিহ্ন দিয়ে একটি স্পেস দিন।
ব্লক কোটস: কোনো উদ্ধৃতি আলাদা করে বোঝাতে চাইলে বা হাইলাইট করতে চাইলে এই ফ্যারম্যাট ব্যবহার করা যাবে। এজন্য ‘>’ টাইপ করে স্পেস দিন এবং যে বাক্যটি হাইলাইট করতে চান সেটি লিখতে থাকুন।
ইনলাইন কোড: কোন নির্দিষ্ট তথ্য হাইলাইট করতে এই ফরম্যাট ব্যবহার করা যাবে। এটি বিশেষ করে কোডারদের জন্য বেশি কাজে লাগবে। এজন্য “`” সংকেত ব্যবহার করা যায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
চ্যাটিংয়ের মাধ্যমে যোগযোগকে আরও সহজ করতে নতুন চারটি টেক্সট ফরম্যাট নিয়ে এল হোয়াটসঅ্যাপ। বিভিন্ন সংকেত ব্যবহার করে বুলেট ও নম্বর তালিকা, ব্লক কোটস বা উদ্ধৃতি হাইলাইট এবং ইনলাইন কোড টেক্সেটের মাধ্যমে তৈরি করা যাবে। এর ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো হাইলাইট করা যাবে। অর্থাৎ টেক্সটগুলো ভালোভাবে চোখে পড়বে ও চ্যাটগুলো সুশৃঙ্খলভাবে থাকবে।
অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও ম্যাকের হোয়াটসঅ্যাপের নতুন ফরম্যাটগুলো ব্যবহার করা যাবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ব্যবহার করা যাবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের টেক্সট বোল্ড, ইটালিক, মনোস্পেস ফরম্যাটের সঙ্গে নতুন চারটি ফরম্যাট যুক্ত হবে।
মেসেজে সরাসরি টেক্সট ফরম্যাটগুলো ব্যবহার করা যাবে।
বুলেট লিস্ট: শপিং বা কাজের তালিকা তৈরি করতে এই ফরম্যাট ব্যবহার করা যাবে। টেক্সট রেখার সময় কোনো বর্ণের আগে ‘-’ এই সংকেত যুক্ত করে একটি স্পেস দিলেই এই ফরম্যাটে লেখা যাবে।
নম্বর লিস্ট: এই ফরম্যাটে নম্বর দিয়ে তালিকা তৈরি করা যাবে। যেমন–কোনো নির্দিষ্ট ক্রমে কোনো নির্দেশনা দিতে এই নম্বরভিত্তিক তালিকা কাজে লাগবে। এই ফরম্যাট ব্যবহারের জন্য এক বা একাধিক সংখ্যা (যেমন–‘1 ’) লিখুন ও এরপরে ‘. ’ চিহ্ন দিয়ে একটি স্পেস দিন।
ব্লক কোটস: কোনো উদ্ধৃতি আলাদা করে বোঝাতে চাইলে বা হাইলাইট করতে চাইলে এই ফ্যারম্যাট ব্যবহার করা যাবে। এজন্য ‘>’ টাইপ করে স্পেস দিন এবং যে বাক্যটি হাইলাইট করতে চান সেটি লিখতে থাকুন।
ইনলাইন কোড: কোন নির্দিষ্ট তথ্য হাইলাইট করতে এই ফরম্যাট ব্যবহার করা যাবে। এটি বিশেষ করে কোডারদের জন্য বেশি কাজে লাগবে। এজন্য “`” সংকেত ব্যবহার করা যায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
টেক জায়ান্ট অ্যাপল দীর্ঘদিন ধরেই তাদের জনপ্রিয় স্মার্টওয়াচে ক্যামেরা সংযুক্ত করার কথা ভাবছে। ২০১৯ সালেই এই বিষয়ে একটি পেটেন্ট আবেদন করে তারা। যদিও এখনো সেটি বাস্তবে রূপ নেয়নি। তবে এবার হয়তো প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ বাজারে আনতে চলেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
১ ঘণ্টা আগেকনটেন্টভিত্তিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কারণে পৃথিবীর কোন প্রান্তের কোন মানুষের ভাগ্য কখন যে খুলে যায়, তা কেউ বলতে পারে না। তুষার চাকমার গল্পটাও সে রকম। একসময় যে ফেসবুক ছিল তাঁর বিনোদনের মাধ্যম, এখন সেটিই হয়ে উঠেছে আয়ের উৎস। কোথাও না গিয়ে নিজের এলাকায় থেকে, নিজের মতো কাজ করে এখন তিনি মাসে গড়ে
২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এআই চলচ্চিত্র। পিছিয়ে নেই বাংলাদেশও। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিজ্ঞানভিত্তিক এডুটেক প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয় নিয়ে এসেছে এআই নির্মিত স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কিংবা শর্টফিল্ম ‘টাইম ট্রাভেল’।
৩ ঘণ্টা আগেগতকাল সোমবার জেড ডট এআই জানিয়েছে, তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ ব্যবহার করতে ডিপসিকের চেয়েও কম খরচ হবে। আর এই মডেলটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিতে তৈরি। অর্থাৎ মডেলটি কোনো কাজ পেলে তা নিজেই ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে আরও নির্ভুলভাবে নির্দেশ সম্পন্ন করতে পারে।
৩ ঘণ্টা আগে