অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট চালু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর কিছু নতুন ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নকশায় পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান বলেন, অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত ফিচারকে ম্যাটেরিয়াল ইউ (গুগলের ডিজাইন ল্যাংগুয়েজ) স্ট্যান্ডার্ডে আনা হতে পারে। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে এই ডিজাইন ল্যাংগুয়েজ প্রথম উন্মোচন করা হয়। এরপর থেকেই গুগল বিভিন্ন অ্যাপ ও ফিচারে এই ডিজাইন ল্যাংগুয়েজ যুক্ত করেছে। আর প্রতিবেদকের মতে ভলিউম প্যানেল এর নকশা পরিবর্তন ম্যাটেরিয়াল ইউয়ের নতুন সংযোজন।
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ভলিউম বাটনে প্রেস করলে স্ক্রিনের ভলিউম প্যানেলগুলোয় কিছু ফিচার দেখা যায়। এই নকশায় মিডিয়া, কল, রিং, নোটিফিকেশন ও অ্যালার্মের জন্য চিকন স্লাইডার (আঙুল দিয়ে নিচে ওপরের দিকে ভলিউম বাড়ানো কমানোর ফিচার) দেখা যায়। এ ছাড়া সাউন্ড ও ভাইব্রেশনের জন্য স্লাইডারের পাশে আইকোন দেখা যায়।
তবে নতুন নকশায় ভলিউম প্যানেলের স্লাইডারের কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। এসব পরিবর্তন অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে দেখা গিয়েছে। তবে এটি এখনো বেটা সংস্করণে দেখা যায়নি।
অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ভলিউম স্লাইডারগুলো আরও মোটা হবে এবং এর আকার ওষুধের খোলসের আকৃতি। মিডিয়া স্লাইডারের পাশে একটি বাটন থাকবে। এতে ট্যাপ করলে মিডিয়া স্লাইডারগুলো একটি একক প্যানেলে পরিণত হবে। বাটনটিতে আবার ট্যাপ করলে বিস্তৃতভাবে অপশনগুলো দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে একটি ছবি শেয়ার করা হয়। নতুন নকশায় ওপরের লেবেলটিকে দেখা যাবে না। এর পরিবর্তনে অডিও আউটপুটের একটি আইকোন রয়েছে। বাইরের কোনো স্পিকারে কোনো অডিও বাজানো না হলেও এই আইকোন দেখা যাবে। এর অর্থ হল–ডিভাইসটি নিজেই অডিওটি বাজাচ্ছে। কোনো স্ট্রিমিংয়ের ভলিউম পরিবর্তন করার সময় এর সঙ্গে টেক্সট গুলোও সার্বক্ষণিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৫ এর স্ট্যাবল সংস্করণে ভলিউম প্যানেলটি দেখা যেতে পারে।
তথ্যসূত্র : গ্যাজেটস ৩৬০
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট চালু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর কিছু নতুন ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নকশায় পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান বলেন, অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত ফিচারকে ম্যাটেরিয়াল ইউ (গুগলের ডিজাইন ল্যাংগুয়েজ) স্ট্যান্ডার্ডে আনা হতে পারে। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে এই ডিজাইন ল্যাংগুয়েজ প্রথম উন্মোচন করা হয়। এরপর থেকেই গুগল বিভিন্ন অ্যাপ ও ফিচারে এই ডিজাইন ল্যাংগুয়েজ যুক্ত করেছে। আর প্রতিবেদকের মতে ভলিউম প্যানেল এর নকশা পরিবর্তন ম্যাটেরিয়াল ইউয়ের নতুন সংযোজন।
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ভলিউম বাটনে প্রেস করলে স্ক্রিনের ভলিউম প্যানেলগুলোয় কিছু ফিচার দেখা যায়। এই নকশায় মিডিয়া, কল, রিং, নোটিফিকেশন ও অ্যালার্মের জন্য চিকন স্লাইডার (আঙুল দিয়ে নিচে ওপরের দিকে ভলিউম বাড়ানো কমানোর ফিচার) দেখা যায়। এ ছাড়া সাউন্ড ও ভাইব্রেশনের জন্য স্লাইডারের পাশে আইকোন দেখা যায়।
তবে নতুন নকশায় ভলিউম প্যানেলের স্লাইডারের কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। এসব পরিবর্তন অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে দেখা গিয়েছে। তবে এটি এখনো বেটা সংস্করণে দেখা যায়নি।
অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ভলিউম স্লাইডারগুলো আরও মোটা হবে এবং এর আকার ওষুধের খোলসের আকৃতি। মিডিয়া স্লাইডারের পাশে একটি বাটন থাকবে। এতে ট্যাপ করলে মিডিয়া স্লাইডারগুলো একটি একক প্যানেলে পরিণত হবে। বাটনটিতে আবার ট্যাপ করলে বিস্তৃতভাবে অপশনগুলো দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে একটি ছবি শেয়ার করা হয়। নতুন নকশায় ওপরের লেবেলটিকে দেখা যাবে না। এর পরিবর্তনে অডিও আউটপুটের একটি আইকোন রয়েছে। বাইরের কোনো স্পিকারে কোনো অডিও বাজানো না হলেও এই আইকোন দেখা যাবে। এর অর্থ হল–ডিভাইসটি নিজেই অডিওটি বাজাচ্ছে। কোনো স্ট্রিমিংয়ের ভলিউম পরিবর্তন করার সময় এর সঙ্গে টেক্সট গুলোও সার্বক্ষণিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৫ এর স্ট্যাবল সংস্করণে ভলিউম প্যানেলটি দেখা যেতে পারে।
তথ্যসূত্র : গ্যাজেটস ৩৬০
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১১ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে