ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে