আজকের পত্রিকা ডেস্ক
চ্যাটজিপিটির সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এবার থেকে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ, ড্রপবক্স, বক্স, শেয়ারপয়েন্ট ও ওয়ানড্রাইভের মতো ক্লাউড স্টোরেজে সংরক্ষিত তথ্যের সঙ্গে চ্যাটজিপিটিকে সরাসরি সংযুক্ত করতে পারবেন। এর মাধ্যমে তথ্য অনুসন্ধান, সারসংক্ষেপ প্রস্তুত এবং তথ্য বিশ্লেষণ আরও সহজ ও দ্রুততর হবে।
চ্যাটজিপিটির এই আপডেট বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই আনা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, ‘চ্যাটজিপিটি এখন আরও বেশি অভ্যন্তরীণ উৎসের সঙ্গে সংযুক্ত হতে পারছে এবং রিয়েল-টাইম প্রেক্ষাপটের ভিত্তিতে কাজ করছে। এসব ফিচার ব্যবহারকারীর অনুমতি নিয়েই চালু থাকবে।
এই সুবিধাগুলো ‘ডিপ রিসার্চ’ নামে পাওয়া যাবে চ্যাটজিপিটি প্লাস ও প্রো, (তবে ইউরোপীয় অর্থনৈতিক এলাকা, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে প্রযোজ্য নয়) টিম, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীদের জন্য। বর্তমানে গুগল ড্রাইভ, জিমেইল, আউটলুক, টিমস ও লিনিয়ার প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করতে পারবে চ্যাটজিপিটি।
মিটিং রেকর্ড ও এআই-চালিত ট্রান্সক্রিপশন
নতুন আরেকটি ফিচারের মাধ্যমে এখন থেকে মিটিং রেকর্ড করতে পারবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা। এই ‘রেকর্ড মোড’-এর মাধ্যমে মিটিংয়ের অডিও ধারণ করে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করা যাবে। এ ছাড়া মিটিংয়ের সময়ভিত্তিক নোট তৈরি ও আলোচনার ভিত্তিতে ক্যানভাস ডকুমেন্ট তৈরি করে এআই সিস্টেমটি।
এটি জুম, ক্লিকআপ ও নোশনের মতো ট্রান্সক্রিপশন ফিচারযুক্ত সেবাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নতুন এই ক্লাউড সংযোগকারীগুলো চ্যাটজিপিটিকে গুগল ড্রাইভ, বক্স, ড্রপবক্স, শেয়ারপয়েন্ট ও ওয়ানড্রাইভে সংরক্ষিত ফাইল বিশ্লেষণের ক্ষমতা দিচ্ছে। ব্যবহারকারীরা এসব ডকুমেন্ট নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন, যার উত্তর এআই বিশ্লেষণের মাধ্যমে দেবে।
ওপেনএআই জানিয়েছে, ‘এই সুবিধাগুলো বিদ্যমান অ্যাকসেস কন্ট্রোল ও নিরাপত্তাবিধি মেনে চলে, যার মাধ্যমে কোম্পানির তথ্যের সুরক্ষা ও নিয়ন্ত্রণ বজায় থাকে।’
চ্যাটজিপিটি টিম, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীদের জন্য অতিরিক্তভাবে শেয়ারপয়েন্ট, ড্রপবক্স ও বক্সের সংযোগও দিচ্ছে।
ডিপ রিসার্চ ও এমসিপি সংযুক্তি
ওপেনএআই আরও জানিয়েছে, এখন থেকে হাবস্পট, লিনিয়ার ও গুগল-মাইক্রোসফট টুলসের জন্যও ডিপ রিসার্চ ফিচার পাওয়া যাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা অভ্যন্তরীণ ও ওয়েবভিত্তিক তথ্য ব্যবহার করে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করতে পারবেন।
এ ছাড়া, ওপেনএআই মডেল কনটেক্সট প্রটোকলের (এমসিপি) সমর্থন বাড়িয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের নিজস্ব সিস্টেম চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবে এবং কাস্টম এআই-চালিত গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে।
ওপেনএআই জানিয়েছে, ‘এখন থেকে টিম, এন্টারপ্রাইজ ও এডু অ্যাডমিন এবং প্রো ব্যবহারকারীরা এমসিপির মাধ্যমে কাস্টম ডিপ রিসার্চ সংযোগ তৈরি করতে পারবেন। এটি তাদের নিজস্ব অ্যাপস ও জ্ঞানভান্ডারের সঙ্গে ওয়েব রেজাল্ট একত্রে ব্যবহার করার সুযোগ দেবে।’
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য ভার্জ
চ্যাটজিপিটির সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এবার থেকে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ, ড্রপবক্স, বক্স, শেয়ারপয়েন্ট ও ওয়ানড্রাইভের মতো ক্লাউড স্টোরেজে সংরক্ষিত তথ্যের সঙ্গে চ্যাটজিপিটিকে সরাসরি সংযুক্ত করতে পারবেন। এর মাধ্যমে তথ্য অনুসন্ধান, সারসংক্ষেপ প্রস্তুত এবং তথ্য বিশ্লেষণ আরও সহজ ও দ্রুততর হবে।
চ্যাটজিপিটির এই আপডেট বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই আনা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, ‘চ্যাটজিপিটি এখন আরও বেশি অভ্যন্তরীণ উৎসের সঙ্গে সংযুক্ত হতে পারছে এবং রিয়েল-টাইম প্রেক্ষাপটের ভিত্তিতে কাজ করছে। এসব ফিচার ব্যবহারকারীর অনুমতি নিয়েই চালু থাকবে।
এই সুবিধাগুলো ‘ডিপ রিসার্চ’ নামে পাওয়া যাবে চ্যাটজিপিটি প্লাস ও প্রো, (তবে ইউরোপীয় অর্থনৈতিক এলাকা, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে প্রযোজ্য নয়) টিম, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীদের জন্য। বর্তমানে গুগল ড্রাইভ, জিমেইল, আউটলুক, টিমস ও লিনিয়ার প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করতে পারবে চ্যাটজিপিটি।
মিটিং রেকর্ড ও এআই-চালিত ট্রান্সক্রিপশন
নতুন আরেকটি ফিচারের মাধ্যমে এখন থেকে মিটিং রেকর্ড করতে পারবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা। এই ‘রেকর্ড মোড’-এর মাধ্যমে মিটিংয়ের অডিও ধারণ করে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করা যাবে। এ ছাড়া মিটিংয়ের সময়ভিত্তিক নোট তৈরি ও আলোচনার ভিত্তিতে ক্যানভাস ডকুমেন্ট তৈরি করে এআই সিস্টেমটি।
এটি জুম, ক্লিকআপ ও নোশনের মতো ট্রান্সক্রিপশন ফিচারযুক্ত সেবাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নতুন এই ক্লাউড সংযোগকারীগুলো চ্যাটজিপিটিকে গুগল ড্রাইভ, বক্স, ড্রপবক্স, শেয়ারপয়েন্ট ও ওয়ানড্রাইভে সংরক্ষিত ফাইল বিশ্লেষণের ক্ষমতা দিচ্ছে। ব্যবহারকারীরা এসব ডকুমেন্ট নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন, যার উত্তর এআই বিশ্লেষণের মাধ্যমে দেবে।
ওপেনএআই জানিয়েছে, ‘এই সুবিধাগুলো বিদ্যমান অ্যাকসেস কন্ট্রোল ও নিরাপত্তাবিধি মেনে চলে, যার মাধ্যমে কোম্পানির তথ্যের সুরক্ষা ও নিয়ন্ত্রণ বজায় থাকে।’
চ্যাটজিপিটি টিম, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীদের জন্য অতিরিক্তভাবে শেয়ারপয়েন্ট, ড্রপবক্স ও বক্সের সংযোগও দিচ্ছে।
ডিপ রিসার্চ ও এমসিপি সংযুক্তি
ওপেনএআই আরও জানিয়েছে, এখন থেকে হাবস্পট, লিনিয়ার ও গুগল-মাইক্রোসফট টুলসের জন্যও ডিপ রিসার্চ ফিচার পাওয়া যাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা অভ্যন্তরীণ ও ওয়েবভিত্তিক তথ্য ব্যবহার করে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করতে পারবেন।
এ ছাড়া, ওপেনএআই মডেল কনটেক্সট প্রটোকলের (এমসিপি) সমর্থন বাড়িয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের নিজস্ব সিস্টেম চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবে এবং কাস্টম এআই-চালিত গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে।
ওপেনএআই জানিয়েছে, ‘এখন থেকে টিম, এন্টারপ্রাইজ ও এডু অ্যাডমিন এবং প্রো ব্যবহারকারীরা এমসিপির মাধ্যমে কাস্টম ডিপ রিসার্চ সংযোগ তৈরি করতে পারবেন। এটি তাদের নিজস্ব অ্যাপস ও জ্ঞানভান্ডারের সঙ্গে ওয়েব রেজাল্ট একত্রে ব্যবহার করার সুযোগ দেবে।’
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য ভার্জ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে