Ajker Patrika

অ্যান্ড্রয়েড ও আইফোনে স্প্যাম মেসেজ ঠেকাবেন যেভাবে 

আপডেট : ০১ জুন ২০২৪, ১০: ০৮
অ্যান্ড্রয়েড ও আইফোনে স্প্যাম মেসেজ ঠেকাবেন যেভাবে 

ডিজিটাল যুগে স্প্যাম বা প্রতারণামূলক মেসেজের উপদ্রবে সবাই বিরক্ত। এর মাধ্যমে অনাকাঙ্খিত বিজ্ঞাপন বা ক্ষতিকর লিংক ফোনে প্রবেশ করে মানুষের দৈনন্দিন জীবনকে বাঁধাগ্রস্ত করে। তাই এসব মেসেজ ঠেকানোর প্রক্রিয়া জানা দরকার। 

স্প্যাম মেসেজ শুধু বিরক্তকরই নয়, এগুলো বিপজ্জনকও হতে পারে। এসব মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে অর্থআত্মসাৎও করতে পারে হ্যাকাররা। অ্যান্ড্রয়েড ও আইওএসের উভয় প্ল্যাটফর্মেই এই প্রতারণামূলক মেসেজের বিরুদ্ধে লড়াই করার জন্য টুল রয়েছে। নিচের পদ্ধতিগুলো মাধ্যমে স্প্যাম মেসেজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাতে পারবেন। 

অ্যান্ডয়েড ফোনে স্প্যাম মেসেজ ঠেকাবেন যেভাবে 
১. মেসেজ অ্যাপে প্রবেশ করুন ও ওপরের ডান পাশে নিজের অ্যাকাউন্ট আইকোনের ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। 
২. মেনু থেকে ‘মেসেজ সেটিংস’ অপশনে ট্যাপ করুন। 
৩. এরপর ‘জেনারেল অপশন’ নির্বাচন করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে। 
৪. নিচের দিকে স্ক্রল করে ‘স্প্যাম প্রোটেকশন’ অপশন চালু করুন। 
৫. এরপর ‘এনাবল স্প্যাম প্রোটেকশন’ অপশনের পাশে টগল বাটনটি চালু করুন। এর ফলে স্প্যাম মেসেজ আর ইনবক্সে আসবে না। 

তবে এরপর কিছু নম্বর থেকে স্প্যাম মেসেজ আসতে পারে। এজন্য নম্বরগুলো একটি একটি করে ব্লক করে দিতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. স্প্যাম মেসেজের ওপর চাপ দিয়ে ধরে রাখুন। এরপর ওপরের ডান কোনায় থ্রি-ডট বা তিনটি ডটের মেনুতে ট্যাপ করুন, এরপর ‘ব্লক’ অপশনে ট্যাপ করুন। 
২. একটি পপ-আপ মেনু সামনে আসবে। ‘ব্লক’ অপশনে ট্যাপ করে নম্বর ব্লকের বিষয়টি নিশ্চিত করার আগে, ‘স্প্যাম’ হিসেবেও রিপোর্ট করে দিতে পারবেন। এর জন্য সংশ্লিষ্ট বক্সে ট্যাপ করে টিক দিয়ে দিন। 

ব্লক করা নম্বরগুলো ফোন অ্যাপের ভেতরে ‘ব্লকড নম্বরস’ অপশনে পাওয়া যাবে। সেইখান থেকে চাইলে কোনো নম্বর আনব্লক করেও নেওয়া যাবে। 

আইফোনে স্প্যাম মেসেজ বন্ধ করবেন যেভাবে 
১. মেসেজ অ্যাপে প্রবেশ করুন ও এর সেটিংসে ট্যাপ করুন। 
২. এরপর ‘মেসেজেস’অপশনে ট্যাপ করুন। 
৩. মেসেজ মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘ফিল্টার আননোওন সেন্ডার’ খুঁজে বের করুন ও এরপাশের টগল বাটনটি অন করুন। এর ফলে যেসব ফোন নম্বর আপনার কন্টাক্ট তালিকায় সেভ করা নেই সেগুলো নিয়ে একটি আলাদা তালিকা তৈরি করবে আইফোন। 

যদি আপনি সব অপরিচিত নম্বরের মেসেজ আলাদা করতে না চান, তাহলে প্রতিটি নম্বর একটি একটি করে ব্লক করতে হবে। এ জন্য স্প্যাম মেসেজটিতে ট্যাপ করুন। মেসেজের নিচের দিকে থাকা ‘রিপোর্ট জাংক’ অপশন নির্বাচন করুন। এরপর একটি পপ আপ মেনু আসবে। মেনুর ‘ডিলিট অ্যান্ড জাংক রিপোর্ট’ অপশনে ট্যাপ করুন ও কনফার্ম করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত