অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না।
এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল।
গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে।
যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে।
এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না।
সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না।
এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল।
গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে।
যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে।
এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না।
সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৪ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৪ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৭ ঘণ্টা আগে