অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না।
এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল।
গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে।
যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে।
এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না।
সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না।
এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল।
গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে।
যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে।
এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না।
সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।
টেক জায়ান্ট অ্যাপল দীর্ঘদিন ধরেই তাদের জনপ্রিয় স্মার্টওয়াচে ক্যামেরা সংযুক্ত করার কথা ভাবছে। ২০১৯ সালেই এই বিষয়ে একটি পেটেন্ট আবেদন করে তারা। যদিও এখনো সেটি বাস্তবে রূপ নেয়নি। তবে এবার হয়তো প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ বাজারে আনতে চলেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
১ ঘণ্টা আগেকনটেন্টভিত্তিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কারণে পৃথিবীর কোন প্রান্তের কোন মানুষের ভাগ্য কখন যে খুলে যায়, তা কেউ বলতে পারে না। তুষার চাকমার গল্পটাও সে রকম। একসময় যে ফেসবুক ছিল তাঁর বিনোদনের মাধ্যম, এখন সেটিই হয়ে উঠেছে আয়ের উৎস। কোথাও না গিয়ে নিজের এলাকায় থেকে, নিজের মতো কাজ করে এখন তিনি মাসে গড়ে
২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এআই চলচ্চিত্র। পিছিয়ে নেই বাংলাদেশও। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিজ্ঞানভিত্তিক এডুটেক প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয় নিয়ে এসেছে এআই নির্মিত স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কিংবা শর্টফিল্ম ‘টাইম ট্রাভেল’।
৩ ঘণ্টা আগেগতকাল সোমবার জেড ডট এআই জানিয়েছে, তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ ব্যবহার করতে ডিপসিকের চেয়েও কম খরচ হবে। আর এই মডেলটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিতে তৈরি। অর্থাৎ মডেলটি কোনো কাজ পেলে তা নিজেই ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে আরও নির্ভুলভাবে নির্দেশ সম্পন্ন করতে পারে।
৩ ঘণ্টা আগে