কোম্পানির ডেভেলপার সম্মেলনের দ্বিতীয় দিনে (গত বুধবার) অ্যান্ড্রয়েড ১৫ বেটা ২ সংস্করণ উন্মোচন করেছে গুগল। এবারের অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের আপডেটে ব্যবহারকারীদের গোপনীয়তা ও স্মার্টফোনে সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য অ্যান্ড্রয়েড ফোনের চুরি হওয়া ঠেকাতে ‘অ্যান্টি থেফট’ ও অ্যাপ লুকিয়ে রাখার জন্য ‘প্রাইভেট স্পেস’ ফিচার বেটা সংস্করণটিতে যুক্ত করেছে এই টেক জায়ান্ট।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে পিক্সেল স্মার্টফোনে ও কয়েকটি নির্বাচিত স্মার্টফোনে আপডেটটি পাওয়া যাবে। এটি একটি পরীক্ষামূলক সংস্করণ।
প্রাইভেট স্পেস
গুগলের আই/ও ডেভেলপার সম্মেলনে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ‘প্রাইভেট স্পেস’ ফিচার উন্মোচন করে গুগল। এর মাধ্যমে একটি আলাদা জায়গায় নির্দিষ্ট অ্যাপ (যেমন—ব্যাংকিং, ডেটিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ) লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। প্রাইভেট স্পেসে রাখা অ্যাপগুলো আলাদা প্লে স্টোরের মাধ্যমে আপডেট করা যাবে। এসব অ্যাপের আলাদা ডেটা স্টোরেজ সিস্টেম থাকবে।
গুগল বলছে, প্রাইভেট স্পেস ফিচার অ্যান্ড্রয়েড ১৫ এর অ্যাপ ড্রয়ারে (যেখানে অ্যাপগুলো একই সঙ্গে থাকে) ডিফল্টভাবে থাকবে। ব্যবহারকারীরা এই অ্যাপ ড্রয়ারের একদম নিচের দিকে স্ক্রল করে লুকানো অ্যাপগুলো পাবেন। অ্যাপগুলোর নিরাপত্তার জন্য পাসকোড বা বায়োমেট্রিক লক (ফিঙ্গারপ্রিন্ট, ফেস–আইডি) ব্যবহার করতে পারবেন। ফলে এগুলো একেবারে লুকানো থাকবে।
অ্যান্টি থেফট প্রোটেকশন
অ্যান্ড্রয়েড ১৫ এ অ্যান্টি থেফট প্রোটেকশন ফিচার যুক্ত করেছে গুগল। এর ফলে চুরি করার পর ফোন রিসেট দিলেও ডিভাইসটিতে ব্যবহৃত আগের জিমেইল অ্যাকাউন্ট ছাড়া নির্বিঘ্নে ফোনটি ব্যবহার করা যাবে না। ফোনটির স্ক্রিন টাইম বাড়ানো, পাসকি পরিবর্তন ও ফাইন্ড মাই ডিভাইস ফিচার বন্ধ করার জন্য ডিভাইসটি বার বার বায়োমেট্রিক অথেনটিকেশন চাইবে।
এ ছাড়া ‘থেফট ডিটেকশন লক’ নামে আরও একটি শক্তিশালী ফিচার নিয়ে আসছে গুগল। এটি ‘চুরির সময়ে আকস্মিক গতি’ শনাক্ত করতে পারে। ফলে ডিভাইসটি সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। এ ছাড়া ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারও যুক্ত করা হবে। যদি কোনো চোর ইন্টারনেট সংযোগ বন্ধ করেও দিলে ডিভাইসটি এবারও স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।
অ্যান্টি থেফট প্রোটেকশনের আওতায় নতুন ‘রিমোট লক’ ফিচার যুক্ত করা হবে। ফলে ফোন চুরি হলে অন্য কোনো ডিভাইস থেকে ফাইন্ড মাই ডিভাইস প্ল্যাটফর্মে লগ ইন করে দূর থেকেই ফোনটি লক করা যাবে ও ফোনের সব ডেটা মুছেও ফেলা যাবে।
গুগল বলছে, থেফট ডিটেকশন লক, রিমোট লক ও অফলাইন ডিভাইস লকের মতো ফিচারগুলো এই বছরে শেষের দিকে অ্যান্ড্রয়েড ১০ ও অন্যান্য অপারেটিং সিস্টেমেও যুক্ত করা হবে।
অ্যান্ড্রয়েড ১৫ এ নতুন নকশার ভলিউম প্যানেলও দেখা যাবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কোম্পানির ডেভেলপার সম্মেলনের দ্বিতীয় দিনে (গত বুধবার) অ্যান্ড্রয়েড ১৫ বেটা ২ সংস্করণ উন্মোচন করেছে গুগল। এবারের অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের আপডেটে ব্যবহারকারীদের গোপনীয়তা ও স্মার্টফোনে সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য অ্যান্ড্রয়েড ফোনের চুরি হওয়া ঠেকাতে ‘অ্যান্টি থেফট’ ও অ্যাপ লুকিয়ে রাখার জন্য ‘প্রাইভেট স্পেস’ ফিচার বেটা সংস্করণটিতে যুক্ত করেছে এই টেক জায়ান্ট।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে পিক্সেল স্মার্টফোনে ও কয়েকটি নির্বাচিত স্মার্টফোনে আপডেটটি পাওয়া যাবে। এটি একটি পরীক্ষামূলক সংস্করণ।
প্রাইভেট স্পেস
গুগলের আই/ও ডেভেলপার সম্মেলনে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ‘প্রাইভেট স্পেস’ ফিচার উন্মোচন করে গুগল। এর মাধ্যমে একটি আলাদা জায়গায় নির্দিষ্ট অ্যাপ (যেমন—ব্যাংকিং, ডেটিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ) লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। প্রাইভেট স্পেসে রাখা অ্যাপগুলো আলাদা প্লে স্টোরের মাধ্যমে আপডেট করা যাবে। এসব অ্যাপের আলাদা ডেটা স্টোরেজ সিস্টেম থাকবে।
গুগল বলছে, প্রাইভেট স্পেস ফিচার অ্যান্ড্রয়েড ১৫ এর অ্যাপ ড্রয়ারে (যেখানে অ্যাপগুলো একই সঙ্গে থাকে) ডিফল্টভাবে থাকবে। ব্যবহারকারীরা এই অ্যাপ ড্রয়ারের একদম নিচের দিকে স্ক্রল করে লুকানো অ্যাপগুলো পাবেন। অ্যাপগুলোর নিরাপত্তার জন্য পাসকোড বা বায়োমেট্রিক লক (ফিঙ্গারপ্রিন্ট, ফেস–আইডি) ব্যবহার করতে পারবেন। ফলে এগুলো একেবারে লুকানো থাকবে।
অ্যান্টি থেফট প্রোটেকশন
অ্যান্ড্রয়েড ১৫ এ অ্যান্টি থেফট প্রোটেকশন ফিচার যুক্ত করেছে গুগল। এর ফলে চুরি করার পর ফোন রিসেট দিলেও ডিভাইসটিতে ব্যবহৃত আগের জিমেইল অ্যাকাউন্ট ছাড়া নির্বিঘ্নে ফোনটি ব্যবহার করা যাবে না। ফোনটির স্ক্রিন টাইম বাড়ানো, পাসকি পরিবর্তন ও ফাইন্ড মাই ডিভাইস ফিচার বন্ধ করার জন্য ডিভাইসটি বার বার বায়োমেট্রিক অথেনটিকেশন চাইবে।
এ ছাড়া ‘থেফট ডিটেকশন লক’ নামে আরও একটি শক্তিশালী ফিচার নিয়ে আসছে গুগল। এটি ‘চুরির সময়ে আকস্মিক গতি’ শনাক্ত করতে পারে। ফলে ডিভাইসটি সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। এ ছাড়া ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারও যুক্ত করা হবে। যদি কোনো চোর ইন্টারনেট সংযোগ বন্ধ করেও দিলে ডিভাইসটি এবারও স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।
অ্যান্টি থেফট প্রোটেকশনের আওতায় নতুন ‘রিমোট লক’ ফিচার যুক্ত করা হবে। ফলে ফোন চুরি হলে অন্য কোনো ডিভাইস থেকে ফাইন্ড মাই ডিভাইস প্ল্যাটফর্মে লগ ইন করে দূর থেকেই ফোনটি লক করা যাবে ও ফোনের সব ডেটা মুছেও ফেলা যাবে।
গুগল বলছে, থেফট ডিটেকশন লক, রিমোট লক ও অফলাইন ডিভাইস লকের মতো ফিচারগুলো এই বছরে শেষের দিকে অ্যান্ড্রয়েড ১০ ও অন্যান্য অপারেটিং সিস্টেমেও যুক্ত করা হবে।
অ্যান্ড্রয়েড ১৫ এ নতুন নকশার ভলিউম প্যানেলও দেখা যাবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
টেক জায়ান্ট অ্যাপল দীর্ঘদিন ধরেই তাদের জনপ্রিয় স্মার্টওয়াচে ক্যামেরা সংযুক্ত করার কথা ভাবছে। ২০১৯ সালেই এই বিষয়ে একটি পেটেন্ট আবেদন করে তারা। যদিও এখনো সেটি বাস্তবে রূপ নেয়নি। তবে এবার হয়তো প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ বাজারে আনতে চলেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
১ ঘণ্টা আগেকনটেন্টভিত্তিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কারণে পৃথিবীর কোন প্রান্তের কোন মানুষের ভাগ্য কখন যে খুলে যায়, তা কেউ বলতে পারে না। তুষার চাকমার গল্পটাও সে রকম। একসময় যে ফেসবুক ছিল তাঁর বিনোদনের মাধ্যম, এখন সেটিই হয়ে উঠেছে আয়ের উৎস। কোথাও না গিয়ে নিজের এলাকায় থেকে, নিজের মতো কাজ করে এখন তিনি মাসে গড়ে
২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এআই চলচ্চিত্র। পিছিয়ে নেই বাংলাদেশও। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিজ্ঞানভিত্তিক এডুটেক প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয় নিয়ে এসেছে এআই নির্মিত স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কিংবা শর্টফিল্ম ‘টাইম ট্রাভেল’।
৩ ঘণ্টা আগেগতকাল সোমবার জেড ডট এআই জানিয়েছে, তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ ব্যবহার করতে ডিপসিকের চেয়েও কম খরচ হবে। আর এই মডেলটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিতে তৈরি। অর্থাৎ মডেলটি কোনো কাজ পেলে তা নিজেই ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে আরও নির্ভুলভাবে নির্দেশ সম্পন্ন করতে পারে।
৩ ঘণ্টা আগে