হোয়াটসঅ্যাপের ইন্টারফেসের রঙ পরিবর্তন করায় অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কিছু ব্যবহারকারী। আইফোনে হোয়াটসঅ্যাপে বিভিন্ন আইকনের নীল থেকে উজ্জ্বল সবুজ রঙে পরিবর্তন করা হয়েছে। কয়েক মাস ধরে এই পরিবর্তন করা হয়েছে। তবে অনেক ব্যবহারকারীই এই পরিবর্তন পছন্দ করছেন না।
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) হোয়াটসঅ্যাপের এক ব্যবহারকারী বলেন, ‘আমি এর আগে এত বিশ্রী সবুজ রঙ দেখেনি। হোয়াটসঅ্যাপ এখন বেশিই সবুজ।’ এই পোস্ট এক্সে ৫ হাজার বার শেয়ার করা হয়।
অপরদিকে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকোনের রঙ সবুজই ছিল। তবে এই সবুজ রঙটি কিছুটা কালচে ছিল। এখন তা পরিবর্তন করে উজ্জ্বল সবুজ রঙ করা হয়েছে।
রঙের পরিবর্তনের পাশাপাশি অ্যাপটির নকশায় বিভিন্ন ছোট ছোট পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। তবে এর মধ্যে রঙের পরিবর্তনই বেশি চোখে পড়ছে ব্যবহারকারীদের।
এসব পরিবর্তন সম্পর্কে কোম্পানিটি বলেছে, ‘স্পেসিং, রঙ, আইকনসহ হোয়াটসঅ্যাপের বিভিন্ন নকশায় আমরা কিছু পরিবর্তন করেছি। আধুনিক ও নতুন অভিজ্ঞতা দিতে হোয়াটসঅ্যাপ এসব পরিবর্তন করেছে ও এর মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা আরও সহজ হবে।’
হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং অ্যাপের ইউআইতে পরিবর্তন আনবে। হোয়াটসঅ্যাপের নিচে স্ট্যাটাস, চ্যাট এবং অন্যান্য ট্যাবের মতো নেভিগেশন বার রাখা হবে। অর্থাৎ এখন যেগুলো অ্যাপের ওপরে রয়েছে।
রঙের পরিবর্তন ছাড়াই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ফিচার যুক্ত করা হয়েছে। আর লাইট মোডটি আরও উজ্জ্বল হবে। এ ছাড়া আইকোন ও বাটনের নকশাও পরিবর্তন করা হয়েছে। চ্যাট ট্যাবে হোয়াটসঅ্যাপের লোগো যুক্ত করা হয়েছে।
রঙের পরিবর্তনে আইফোনের ব্যবহারকারীরাই বেশি ক্ষুব্ধ হয়েছে। ব্র্যান্ডের রঙের সঙ্গে মিল রাখতে এই পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। কোম্পানিটি বলছে, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে একাধিক রঙ ব্যবহার করা হতে পারে। ফলে প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বেশি মনোযোগ দিতে পারবে ব্যবহারকারীরা।
এই পরিবর্তনগুলো ধীরে ধীরে এনেছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া একই সময়ে সকল ব্যবহারকারীরা এই পরিবর্তনগুলো দেখতে পারছেন না। কারণ ক্রমান্বয়ে বিভিন্ন ব্যবহারকারীদের ফোনে এসব আপডেট দেওয়া হচ্ছে, যার জন্যও ব্যবহারকারীরা ধৈর্য হারাচ্ছেন।
হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই আপডেট ধীরে ধীরে সবার ফোনে পাওয়া যাবে। এই পরিবর্তনগুলো না চাইলেও হবে বলে হোয়াটসঅ্যাপ সতর্ক করে। নিজের ফোনের হোয়াটসঅ্যাপে এসব পরিবর্তন দেখার জন্য ব্যবহারকারীদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
হোয়াটসঅ্যাপের ইন্টারফেসের রঙ পরিবর্তন করায় অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কিছু ব্যবহারকারী। আইফোনে হোয়াটসঅ্যাপে বিভিন্ন আইকনের নীল থেকে উজ্জ্বল সবুজ রঙে পরিবর্তন করা হয়েছে। কয়েক মাস ধরে এই পরিবর্তন করা হয়েছে। তবে অনেক ব্যবহারকারীই এই পরিবর্তন পছন্দ করছেন না।
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) হোয়াটসঅ্যাপের এক ব্যবহারকারী বলেন, ‘আমি এর আগে এত বিশ্রী সবুজ রঙ দেখেনি। হোয়াটসঅ্যাপ এখন বেশিই সবুজ।’ এই পোস্ট এক্সে ৫ হাজার বার শেয়ার করা হয়।
অপরদিকে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকোনের রঙ সবুজই ছিল। তবে এই সবুজ রঙটি কিছুটা কালচে ছিল। এখন তা পরিবর্তন করে উজ্জ্বল সবুজ রঙ করা হয়েছে।
রঙের পরিবর্তনের পাশাপাশি অ্যাপটির নকশায় বিভিন্ন ছোট ছোট পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। তবে এর মধ্যে রঙের পরিবর্তনই বেশি চোখে পড়ছে ব্যবহারকারীদের।
এসব পরিবর্তন সম্পর্কে কোম্পানিটি বলেছে, ‘স্পেসিং, রঙ, আইকনসহ হোয়াটসঅ্যাপের বিভিন্ন নকশায় আমরা কিছু পরিবর্তন করেছি। আধুনিক ও নতুন অভিজ্ঞতা দিতে হোয়াটসঅ্যাপ এসব পরিবর্তন করেছে ও এর মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা আরও সহজ হবে।’
হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং অ্যাপের ইউআইতে পরিবর্তন আনবে। হোয়াটসঅ্যাপের নিচে স্ট্যাটাস, চ্যাট এবং অন্যান্য ট্যাবের মতো নেভিগেশন বার রাখা হবে। অর্থাৎ এখন যেগুলো অ্যাপের ওপরে রয়েছে।
রঙের পরিবর্তন ছাড়াই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ফিচার যুক্ত করা হয়েছে। আর লাইট মোডটি আরও উজ্জ্বল হবে। এ ছাড়া আইকোন ও বাটনের নকশাও পরিবর্তন করা হয়েছে। চ্যাট ট্যাবে হোয়াটসঅ্যাপের লোগো যুক্ত করা হয়েছে।
রঙের পরিবর্তনে আইফোনের ব্যবহারকারীরাই বেশি ক্ষুব্ধ হয়েছে। ব্র্যান্ডের রঙের সঙ্গে মিল রাখতে এই পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। কোম্পানিটি বলছে, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে একাধিক রঙ ব্যবহার করা হতে পারে। ফলে প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বেশি মনোযোগ দিতে পারবে ব্যবহারকারীরা।
এই পরিবর্তনগুলো ধীরে ধীরে এনেছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া একই সময়ে সকল ব্যবহারকারীরা এই পরিবর্তনগুলো দেখতে পারছেন না। কারণ ক্রমান্বয়ে বিভিন্ন ব্যবহারকারীদের ফোনে এসব আপডেট দেওয়া হচ্ছে, যার জন্যও ব্যবহারকারীরা ধৈর্য হারাচ্ছেন।
হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই আপডেট ধীরে ধীরে সবার ফোনে পাওয়া যাবে। এই পরিবর্তনগুলো না চাইলেও হবে বলে হোয়াটসঅ্যাপ সতর্ক করে। নিজের ফোনের হোয়াটসঅ্যাপে এসব পরিবর্তন দেখার জন্য ব্যবহারকারীদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে