Ajker Patrika

হোয়াটসঅ্যাপের রঙ বদলে ব্যবহারকারীদের অসন্তোষ

হোয়াটসঅ্যাপের রঙ বদলে ব্যবহারকারীদের অসন্তোষ

হোয়াটসঅ্যাপের ইন্টারফেসের রঙ পরিবর্তন করায় অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কিছু ব্যবহারকারী। আইফোনে হোয়াটসঅ্যাপে বিভিন্ন আইকনের নীল থেকে উজ্জ্বল সবুজ রঙে পরিবর্তন করা হয়েছে। কয়েক মাস ধরে এই পরিবর্তন করা হয়েছে। তবে অনেক ব্যবহারকারীই এই পরিবর্তন পছন্দ করছেন না। 

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) হোয়াটসঅ্যাপের এক ব্যবহারকারী বলেন, ‘আমি এর আগে এত বিশ্রী সবুজ রঙ দেখেনি। হোয়াটসঅ্যাপ এখন বেশিই সবুজ।’ এই পোস্ট এক্সে ৫ হাজার বার শেয়ার করা হয়। 

অপরদিকে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকোনের রঙ সবুজই ছিল। তবে এই সবুজ রঙটি কিছুটা কালচে ছিল। এখন তা পরিবর্তন করে উজ্জ্বল সবুজ রঙ করা হয়েছে। 

রঙের পরিবর্তনের পাশাপাশি অ্যাপটির নকশায় বিভিন্ন ছোট ছোট পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। তবে এর মধ্যে রঙের পরিবর্তনই বেশি চোখে পড়ছে ব্যবহারকারীদের। 

এসব পরিবর্তন সম্পর্কে কোম্পানিটি বলেছে, ‘স্পেসিং, রঙ, আইকনসহ হোয়াটসঅ্যাপের বিভিন্ন নকশায় আমরা কিছু পরিবর্তন করেছি। আধুনিক ও নতুন অভিজ্ঞতা দিতে হোয়াটসঅ্যাপ এসব পরিবর্তন করেছে ও এর মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা আরও সহজ হবে।’ 

হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং অ্যাপের ইউআইতে পরিবর্তন আনবে। হোয়াটসঅ্যাপের নিচে স্ট্যাটাস, চ্যাট এবং অন্যান্য ট্যাবের মতো নেভিগেশন বার রাখা হবে। অর্থাৎ এখন যেগুলো অ্যাপের ওপরে রয়েছে। 

রঙের পরিবর্তন ছাড়াই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ফিচার যুক্ত করা হয়েছে। আর লাইট মোডটি আরও উজ্জ্বল হবে। এ ছাড়া আইকোন ও বাটনের নকশাও পরিবর্তন করা হয়েছে। চ্যাট ট্যাবে হোয়াটসঅ্যাপের লোগো যুক্ত করা হয়েছে। 

রঙের পরিবর্তনে আইফোনের ব্যবহারকারীরাই বেশি ক্ষুব্ধ হয়েছে। ব্র্যান্ডের রঙের সঙ্গে মিল রাখতে এই পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। কোম্পানিটি বলছে, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে একাধিক রঙ ব্যবহার করা হতে পারে। ফলে প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বেশি মনোযোগ দিতে পারবে ব্যবহারকারীরা। 

এই পরিবর্তনগুলো ধীরে ধীরে এনেছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া একই সময়ে সকল ব্যবহারকারীরা এই পরিবর্তনগুলো দেখতে পারছেন না। কারণ ক্রমান্বয়ে বিভিন্ন ব্যবহারকারীদের ফোনে এসব আপডেট দেওয়া হচ্ছে, যার জন্যও ব্যবহারকারীরা ধৈর্য হারাচ্ছেন। 

হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই আপডেট ধীরে ধীরে সবার ফোনে পাওয়া যাবে। এই পরিবর্তনগুলো না চাইলেও হবে বলে হোয়াটসঅ্যাপ সতর্ক করে। নিজের ফোনের হোয়াটসঅ্যাপে এসব পরিবর্তন দেখার জন্য ব্যবহারকারীদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত