সোজা নয়, জিগজ্যাগ অস্ত্রোপচারে ক্ষত সারে দ্রুত: গবেষণা
অস্ত্রোপচারের এ দুটি পদ্ধতি নিয়ে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটির একদল বিশেষজ্ঞ সম্প্রতি একটি গবেষণা পরিচালনা করেন। গবেষণায় তারা দেখেছেন, সোজা বা সমান্তরালভাবে কাঁচি চালানো এবং জিগজ্যাগ পদ্ধতিতে কাঁচি চালানোর বিষয়টি শরীরের প্রয়োগ স্থানের কোষগুলোর ওপর ভিন্নভাবে কাজ করে।