নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুল অস্ত্রোপচার ও চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর ইমপালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলী জাহীর আল-আমীনের চিকিৎসা নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এর ফলে আগামী এক বছর কোনো প্রকার চিকিৎসা না দেওয়ার পাশাপাশি নিজেকে চিকিৎসক হিসেবেও পরিচয় দিতে পারবেন না অধ্যাপক আলী জাহীর।
আগামীকাল রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। গত বুধবার বিএমডিসির রেজিস্ট্রার মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলী জাহীর আল-আমীনের বিএমডিসির নিবন্ধন নম্বর এ-১২৬৮৮। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০২০ সালের ১১ মার্চ ইমপালস হাসপাতালের তেজগাঁও সেন্টারে কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন মোমেনা হক মুন নামে এক নারী। ৩৮ বছর বয়সী ওই নারীর সমস্যা ছিল বাম কানে। কিন্তু ভুলে ডান কানের অস্ত্রোপচার করেন অধ্যাপক আলী জাহীর। এতে করে রোগীর মুখের আকৃতি বাঁকা হয়ে যায়। কিন্তু রোগীর স্বজনকে মিথ্যা তথ্য দেন তিনি।
পরে বিএমডিসি বরাবর ভুল চিকিৎসার অভিযোগ করেন রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় তদন্ত করে ঘটনার সত্যতা পায় বিএমডিসি। একই সঙ্গে আলী জাহীরের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়। গত ৩১ অক্টোবর ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে বিএমডিসির কাছে লিখিত জবাব দেন ওই চিকিৎসক। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি বিএমডিসি।
উল্টো চিকিৎসায় যথেষ্ট অবহেলা ও গাফিলতি ছিল তা প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। এ কারণে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর ২৩ (১) ধারা অনুযায়ী আলী জাহীরের বিএমডিসির নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
ভুল অস্ত্রোপচার ও চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর ইমপালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলী জাহীর আল-আমীনের চিকিৎসা নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এর ফলে আগামী এক বছর কোনো প্রকার চিকিৎসা না দেওয়ার পাশাপাশি নিজেকে চিকিৎসক হিসেবেও পরিচয় দিতে পারবেন না অধ্যাপক আলী জাহীর।
আগামীকাল রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। গত বুধবার বিএমডিসির রেজিস্ট্রার মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলী জাহীর আল-আমীনের বিএমডিসির নিবন্ধন নম্বর এ-১২৬৮৮। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০২০ সালের ১১ মার্চ ইমপালস হাসপাতালের তেজগাঁও সেন্টারে কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন মোমেনা হক মুন নামে এক নারী। ৩৮ বছর বয়সী ওই নারীর সমস্যা ছিল বাম কানে। কিন্তু ভুলে ডান কানের অস্ত্রোপচার করেন অধ্যাপক আলী জাহীর। এতে করে রোগীর মুখের আকৃতি বাঁকা হয়ে যায়। কিন্তু রোগীর স্বজনকে মিথ্যা তথ্য দেন তিনি।
পরে বিএমডিসি বরাবর ভুল চিকিৎসার অভিযোগ করেন রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় তদন্ত করে ঘটনার সত্যতা পায় বিএমডিসি। একই সঙ্গে আলী জাহীরের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়। গত ৩১ অক্টোবর ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে বিএমডিসির কাছে লিখিত জবাব দেন ওই চিকিৎসক। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি বিএমডিসি।
উল্টো চিকিৎসায় যথেষ্ট অবহেলা ও গাফিলতি ছিল তা প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। এ কারণে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর ২৩ (১) ধারা অনুযায়ী আলী জাহীরের বিএমডিসির নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’-এর ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
২ মিনিট আগেশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে
৫ মিনিট আগেপূর্বধলায় চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা ফজল হককে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়েছে।
৮ মিনিট আগেহাসপাতালে ভর্তি হওয়া এক প্রসূতির প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসকদের দাবি, গর্ভে থাকতেই নবজাতক মারা গিয়েছিল। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে