Ajker Patrika

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হাতুড়ি হামলা, অস্ত্রোপচারের পরে সুস্থ

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৯: ৫৩
ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হাতুড়ি হামলা, অস্ত্রোপচারের পরে সুস্থ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি সান ফ্রান্সিসকোর নিজ বাড়িতে হাতুড়ি হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে তিনি এই হামলার শিকার হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে।

হামলা সম্পর্কে বিবৃতি দেওয়া একটি সূত্র জানিয়েছে, একজন অনুপ্রবেশকারী ন্যান্সি পেলোসির বাড়িতে ঢুকে ‘ন্যান্সি কোথায়’ বলে চিৎকার করছিলেন। তাঁকে না পেয়ে স্বামী পলের ওপর আক্রমণ করেন তিনি।

এদিকে স্পিকারের বিবৃতিতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পল পেলোসির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করার কারণে মাথার খুলি ফেটে গেছে। এ ছাড়া তিনি ডান বাহু ও হাতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি সুস্থ।

হামলাকারীর নাম ডেভিড ডেপাপে। তাঁর বিরুদ্ধে সান ফ্রান্সিসকো কাউন্টি জেলে হত্যার চেষ্টা এবং একটি ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলা রয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে করোনার টিকা, ২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলা সম্পর্কে সমালোচনামূলক পোস্ট করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পল পেলোসি অস্ত্রোপচারের পর সেরে উঠেছেন। হামলার সময় ন্যান্সি পেলোসি বাড়িতে ছিলেন না। তিনি তখন ওয়াশিংটন ডিসিতে ছিলেন। হামলার খবর শুনে দ্রুত সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ছুটে যান স্বামীকে দেখতে।

বিবিসি বলেছে, কী উদ্দেশ্যে হামলাকারী পল পেলোসির ওপর আক্রমণ করেছিলেন, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে হামলাকারী ন্যান্সিকে খুঁজেছিলেন। 

ন্যান্সি পেলোসির একজন মুখপাত্র বলেছেন, পল পেলোসি শুক্রবার ভোরে একজন আততায়ীর হাতুড়ি আক্রমণের শিকার হয়েছেন। তিনি ন্যান্সির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁকে পল বাধা দিলে হাতুড়ি দিয়ে আক্রমণ করেন।

সান ফ্রান্সিসকোর পুলিশপ্রধান বিল স্কটের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, আক্রমণকারী যখন ন্যান্সির বাড়িতে প্রবেশ করেন, তখন পল পেলোসির হাতে একটি হাতুড়ি ছিল। তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আক্রমণকারী পলের হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে আক্রমণ করেন।

বিল স্কট বলেছেন, আক্রমণকারীর নাম ডেভিড ডেপাপে। তাঁর বয়স ৪২ বছর। ডেপাপের বিরুদ্ধে হত্যার চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে হামলা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হবে। এর বেশি তথ্য জানাতে তিনি অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমগুলো পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী পল পেলোসিকে বেঁধে রাখার হুমকি দিয়েছিলেন এবং ন্যান্সি ফিরে না আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করতে চেয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত