তীব্র যানজটে আটকা ব্যক্তিগত গাড়ি। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে গেলেন চিকিৎসক। কারণ আর কিছুই না, এক রোগীর জীবন-মরণ প্রশ্ন। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে।
এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন ভারতের বেঙ্গালুরুর এক সার্জন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর দৌড়ের দৃশ্য।
ব্যাঙ্গালুরু ট্র্যাফিকের জন্য কুখ্যাত। স্বল্প দূরত্ব যেতেও অনেক সময় ঘণ্টা পেরিয়ে যায়। ডা. গোবিন্দ নন্দকুমার সেখানে মণিপাল হাসপাতালের একজন গ্যাস্ট্রোএন্টারোলজি সার্জন। গত ৩০ আগস্ট একটি জরুরি ল্যাপারোস্কোপিক গলব্লাডার সার্জারি করতে যাচ্ছিলেন। কিন্তু সারজাপুর-মারাথাল্লি রোডে তীব্র যানজটে আটকে পড়েন।
অস্ত্রোপচারে দেরি হলে রোগীর অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে, এটি ডাক্তার নন্দকুমার জানতেন। তাই আর দেরি করেননি। ব্যক্তিগত গাড়ি থেকে নেমে তিন কিলোমিটার দৌড়ে গিয়ে অস্ত্রোপচার করেছেন। সেই দৌড়ের একটি ভিডিও ক্লিপ তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে ডাক্তার নন্দকুমার লিখেছেন:
‘আমি প্রতিদিন সেন্ট্রাল ব্যাঙ্গালোর থেকে মণিপাল হাসপাতাল, সারজাপুর যাতায়াত করি, যা ব্যাঙ্গালোরের দক্ষিণ-পূর্বে অবস্থিত। আমি অস্ত্রোপচারের জন্য ঠিক সময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আমার টিম প্রস্তুত ছিল। আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার জন্য তারা প্রস্তুত ছিল। প্রচণ্ড যানজট দেখে আমি গাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং দুবার না ভেবে হাসপাতালের দিকে ছুটলাম।’
ডাক্তার নন্দকুমারের দল রোগীকে অ্যানেসথেসিয়া দিতে প্রস্তুত ছিল। অপারেশন থিয়েটারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের কাজ শুরু হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগী সময়মতোই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
ডা. নন্দকুমার মণিপাল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। ওই রোগী দীর্ঘদিন ধরে পিত্তথলির রোগে ভুগছিলেন।
গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণের কারণে বেঙ্গালুরুতে জলাবদ্ধতা ও যানজট লেগেই থাকছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়েতে দীর্ঘ জলাবদ্ধ অংশে যানবাহন আটকে আছে শত শত গাড়ি। লোকজন হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিছু এলাকায় আটকে পড়া মানুষকে নৌকায় করে পারাপার করা হচ্ছে।
অন্যান্য খবর পড়ুন:
তীব্র যানজটে আটকা ব্যক্তিগত গাড়ি। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে গেলেন চিকিৎসক। কারণ আর কিছুই না, এক রোগীর জীবন-মরণ প্রশ্ন। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে।
এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন ভারতের বেঙ্গালুরুর এক সার্জন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর দৌড়ের দৃশ্য।
ব্যাঙ্গালুরু ট্র্যাফিকের জন্য কুখ্যাত। স্বল্প দূরত্ব যেতেও অনেক সময় ঘণ্টা পেরিয়ে যায়। ডা. গোবিন্দ নন্দকুমার সেখানে মণিপাল হাসপাতালের একজন গ্যাস্ট্রোএন্টারোলজি সার্জন। গত ৩০ আগস্ট একটি জরুরি ল্যাপারোস্কোপিক গলব্লাডার সার্জারি করতে যাচ্ছিলেন। কিন্তু সারজাপুর-মারাথাল্লি রোডে তীব্র যানজটে আটকে পড়েন।
অস্ত্রোপচারে দেরি হলে রোগীর অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে, এটি ডাক্তার নন্দকুমার জানতেন। তাই আর দেরি করেননি। ব্যক্তিগত গাড়ি থেকে নেমে তিন কিলোমিটার দৌড়ে গিয়ে অস্ত্রোপচার করেছেন। সেই দৌড়ের একটি ভিডিও ক্লিপ তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে ডাক্তার নন্দকুমার লিখেছেন:
‘আমি প্রতিদিন সেন্ট্রাল ব্যাঙ্গালোর থেকে মণিপাল হাসপাতাল, সারজাপুর যাতায়াত করি, যা ব্যাঙ্গালোরের দক্ষিণ-পূর্বে অবস্থিত। আমি অস্ত্রোপচারের জন্য ঠিক সময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আমার টিম প্রস্তুত ছিল। আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার জন্য তারা প্রস্তুত ছিল। প্রচণ্ড যানজট দেখে আমি গাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং দুবার না ভেবে হাসপাতালের দিকে ছুটলাম।’
ডাক্তার নন্দকুমারের দল রোগীকে অ্যানেসথেসিয়া দিতে প্রস্তুত ছিল। অপারেশন থিয়েটারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের কাজ শুরু হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগী সময়মতোই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
ডা. নন্দকুমার মণিপাল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। ওই রোগী দীর্ঘদিন ধরে পিত্তথলির রোগে ভুগছিলেন।
গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণের কারণে বেঙ্গালুরুতে জলাবদ্ধতা ও যানজট লেগেই থাকছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়েতে দীর্ঘ জলাবদ্ধ অংশে যানবাহন আটকে আছে শত শত গাড়ি। লোকজন হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিছু এলাকায় আটকে পড়া মানুষকে নৌকায় করে পারাপার করা হচ্ছে।
অন্যান্য খবর পড়ুন:
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৮ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১২ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৫ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৬ ঘণ্টা আগে