চট্টগ্রামে প্রকাশ্যে ৩ খুনের পরও অধরা ছোট সাজ্জাদ
দুই মাসের মধ্যে চট্টগ্রামের বায়েজিদ ও আশপাশ এলাকায় তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। প্রতিটি খুনে সরাসরি নেতৃত্ব দেন এইট মার্ডারে আলোচিত শিবির কর্মী সাজ্জাদ আলী খানের অনুসারী সাজ্জাদ হোসেন (ছোট সাজ্জাদ)। এদিকে শিবির কর্মীর অনুসারী হলেও সাজ্জাদের যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে।