কমিশনে ১৬০০ গুমের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু
গুম সংক্রান্ত কমিশনে ১ হাজার ৬০০ অভিযোগ পড়েছে। এর মধ্যে ৪০০ টির মতো গুমের অভিযোগ যাচাই বাছাই করেছে কমিশন। এর মধ্যে র্যাবের বিরুদ্ধে ১৭২ টি, ৩৭টি সিটিসি, ডিবি ৫৫ টি, ডিজিএফআই ২৬ টি, পুলিশ ২৫টি এবং অন্যান্য ভাবে গুমের ঘটনা ৬৮ টি।