স্পেনে পুলিশের সাবেক এক শীর্ষ কর্মকর্তার বাড়ির দেয়াল ও ছাদে লুকানো অবস্থায় পাওয়া গেছে ২ কোটি ইউরো বা ২ কোটি ১২ লাখ ডলারের বেশি নগদ মুদ্রা। দেশটির সবচেয়ে বড় কোকেন জব্দের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এই বিপুল পরিমাণ অর্থ খুঁজে পায়।
ওই পুলিশ কর্মকর্তার বাড়িটিকে কলম্বিয়ান মাদক সম্রাট পাবলো এসকোবারের বাড়ির সঙ্গে তুলনা করছে পুলিশ। একটি বাড়ির দেয়ালের মধ্যে প্লাস্টিক ব্যাগে লুকানো অবস্থায় ১ কোটি ৮০ লাখ ডলার পাওয়ার কথা জানিয়েছিলেন এসকোবারের ভাতিজা।
দ্য গার্ডিয়ান স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত মাসে স্পেনের আলহেসিরাস বন্দরে জব্দ হয় ১৩ টন কোকেন। মাদক পাচার কেন্দ্র হিসেবে পরিচিত ইকুয়েডরের গুয়াইয়াকিল শহর থেকে কলাবাহী কন্টেইনারের মধ্যে লুকিয়ে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ মাদক। একে স্পেনের ইতিহাসে বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন জব্দের ঘটনা বলা হচ্ছে।
কোকেন পাচারের ঘটনায় জড়িত সন্দেহে গত সপ্তাহে মাদ্রিদে স্পেনের জাতীয় পুলিশের জালিয়াতি ও অর্থপাচার প্রতিরোধ বিভাগের সাবেক প্রধান অস্কার সানচেজ গিলকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর বান্ধবীসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বান্ধবী মাদ্রিদ অঞ্চলে পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত। তবে তাঁর পরিচয় জানায়নি পুলিশ।
আলকালা দে হেনারেস শহরের সানচেজ গিলের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির দেয়াল ও ছাদে লুকানো অবস্থায় প্রায় ২ কোটি ইউরো খুঁজে পায় পুলিশ। এ ছাড়া, তাঁর অফিসে আলমারিতে তালাবদ্ধ অবস্থায় ১০ লাখ ইউরো পাওয়া যায়।
বিচার বিভাগীয় একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে মাদ্রিদের একটি আদালতে হাজির হওয়ার পর সানচেজ ও তাঁর প্রেমিকার বিরুদ্ধে মাদক চোরাচালান, অর্থপাচার, দুর্নীতি এবং একটি অপরাধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়। এ সময় তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
স্প্যানিশ পুলিশ জানায়, কলার মধ্যে লুকিয়ে ১৩ টন কোকেন আনা কনটেইনারটি স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আলিকান্তের একজন স্প্যানিশ ফল আমদানিকারকের ছিল। তিনি বহু বছর ধরে ইকুয়েডর থেকে ফল আমদানি করতেন। কোকেন জব্দের পর মাদ্রিদ ও আলিকান্তের বেশ কয়েকটি বাড়ি ও অফিসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই আমদানিকারকের সঙ্গে সানচেজ গিলের যোগসূত্র পাওয়া যায়।
এক প্রতিবেদনে স্পেনের দৈনিক এল মুন্দ জানায়, সানচেজ গিল আগে থেকেই সহকর্মীদের সন্দেহের তালিকায় ছিলেন। তাঁর ফোনে আড়ি পাতাও শুরু হয়েছিল। অন্তত ৫ বছর ধরে মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিলেন চল্লিশ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা।
গত কয়েক বছরে সানচেজ গিল মাদক পাচারকারীদের স্পেনের বন্দরে কন্টেইনার নজরদারির তথ্য সরবরাহ করতেন বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
আত্মসাৎ করা বিপুল অর্থের মধ্যে কিছু অর্থ সানচেজ গিল সম্প্রতি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করেন। এ ছাড়া এক আত্মীয়ের নামে নিবন্ধন করে অনেকগুলো গাড়িও কেনেন, যেগুলো ভাড়া চালানো হয়।
স্পেনে পুলিশের সাবেক এক শীর্ষ কর্মকর্তার বাড়ির দেয়াল ও ছাদে লুকানো অবস্থায় পাওয়া গেছে ২ কোটি ইউরো বা ২ কোটি ১২ লাখ ডলারের বেশি নগদ মুদ্রা। দেশটির সবচেয়ে বড় কোকেন জব্দের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এই বিপুল পরিমাণ অর্থ খুঁজে পায়।
ওই পুলিশ কর্মকর্তার বাড়িটিকে কলম্বিয়ান মাদক সম্রাট পাবলো এসকোবারের বাড়ির সঙ্গে তুলনা করছে পুলিশ। একটি বাড়ির দেয়ালের মধ্যে প্লাস্টিক ব্যাগে লুকানো অবস্থায় ১ কোটি ৮০ লাখ ডলার পাওয়ার কথা জানিয়েছিলেন এসকোবারের ভাতিজা।
দ্য গার্ডিয়ান স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত মাসে স্পেনের আলহেসিরাস বন্দরে জব্দ হয় ১৩ টন কোকেন। মাদক পাচার কেন্দ্র হিসেবে পরিচিত ইকুয়েডরের গুয়াইয়াকিল শহর থেকে কলাবাহী কন্টেইনারের মধ্যে লুকিয়ে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ মাদক। একে স্পেনের ইতিহাসে বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন জব্দের ঘটনা বলা হচ্ছে।
কোকেন পাচারের ঘটনায় জড়িত সন্দেহে গত সপ্তাহে মাদ্রিদে স্পেনের জাতীয় পুলিশের জালিয়াতি ও অর্থপাচার প্রতিরোধ বিভাগের সাবেক প্রধান অস্কার সানচেজ গিলকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর বান্ধবীসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বান্ধবী মাদ্রিদ অঞ্চলে পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত। তবে তাঁর পরিচয় জানায়নি পুলিশ।
আলকালা দে হেনারেস শহরের সানচেজ গিলের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির দেয়াল ও ছাদে লুকানো অবস্থায় প্রায় ২ কোটি ইউরো খুঁজে পায় পুলিশ। এ ছাড়া, তাঁর অফিসে আলমারিতে তালাবদ্ধ অবস্থায় ১০ লাখ ইউরো পাওয়া যায়।
বিচার বিভাগীয় একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে মাদ্রিদের একটি আদালতে হাজির হওয়ার পর সানচেজ ও তাঁর প্রেমিকার বিরুদ্ধে মাদক চোরাচালান, অর্থপাচার, দুর্নীতি এবং একটি অপরাধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়। এ সময় তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
স্প্যানিশ পুলিশ জানায়, কলার মধ্যে লুকিয়ে ১৩ টন কোকেন আনা কনটেইনারটি স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আলিকান্তের একজন স্প্যানিশ ফল আমদানিকারকের ছিল। তিনি বহু বছর ধরে ইকুয়েডর থেকে ফল আমদানি করতেন। কোকেন জব্দের পর মাদ্রিদ ও আলিকান্তের বেশ কয়েকটি বাড়ি ও অফিসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই আমদানিকারকের সঙ্গে সানচেজ গিলের যোগসূত্র পাওয়া যায়।
এক প্রতিবেদনে স্পেনের দৈনিক এল মুন্দ জানায়, সানচেজ গিল আগে থেকেই সহকর্মীদের সন্দেহের তালিকায় ছিলেন। তাঁর ফোনে আড়ি পাতাও শুরু হয়েছিল। অন্তত ৫ বছর ধরে মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিলেন চল্লিশ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা।
গত কয়েক বছরে সানচেজ গিল মাদক পাচারকারীদের স্পেনের বন্দরে কন্টেইনার নজরদারির তথ্য সরবরাহ করতেন বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
আত্মসাৎ করা বিপুল অর্থের মধ্যে কিছু অর্থ সানচেজ গিল সম্প্রতি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করেন। এ ছাড়া এক আত্মীয়ের নামে নিবন্ধন করে অনেকগুলো গাড়িও কেনেন, যেগুলো ভাড়া চালানো হয়।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
২৬ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
৩২ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে