Ajker Patrika

চট্টগ্রামে প্রকাশ্যে ৩ খুনের পরও অধরা ছোট সাজ্জাদ

  • মীর হেলালের আশ্রয়-প্রশ্রয়ে একের পর এক অপরাধ।
  • সাজ্জাদকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে দাবি মীর হেলালের।
  • ইট-বালু, টেম্পোস্টেশনসহ বিভিন্ন ব্যবসা, চাঁদাবাজি নিয়ে বিরোধ।
  • সাজ্জাদসহ জড়িতদের ধরতে অভিযান চলছে: পুলিশ
সোহেল মারমা, চট্টগ্রাম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১১: ৩৭
ছোট সাজ্জাদ। ছবি: সংগৃহীত
ছোট সাজ্জাদ। ছবি: সংগৃহীত

দুই মাসের মধ্যে চট্টগ্রামের বায়েজিদ ও আশপাশ এলাকায় তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। প্রতিটি খুনে সরাসরি নেতৃত্ব দেন এইট মার্ডারে আলোচিত শিবির কর্মী সাজ্জাদ আলী খানের অনুসারী সাজ্জাদ হোসেন (ছোট সাজ্জাদ)। এদিকে শিবির কর্মীর অনুসারী হলেও সাজ্জাদের যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। জানা গেছে, তিনি বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী। অভিযোগ রয়েছে, হেলালের আশ্রয়-প্রশ্রয়ে সাজ্জাদ এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, খুনের মতো একের পর এক অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থাকছেন।

দুই মাসে তিন খুন

গত ২৯ আগস্ট রাতে বায়েজিদ থানাধীন অনন্যা আবাসিক এলাকাসংলগ্ন নাহার গার্ডেনের সামনে দুটি মোটরসাইকেলে আসা পাঁচ যুবক এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে চট্টগ্রাম ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস (৩৮) নিহত হন। তাঁর সঙ্গে থাকা মাসুদ কায়ছার (৩২) নামের এক যুবলীগ কর্মী তখন পালিয়ে যেতে পারলেও পরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে হাটহাজারী থানা এলাকায় তাঁকে গুলি করে হত্যা করা হয়।

এই জোড়া খুনের ঘটনায় করা দুটি মামলাতেই এজাহারনামীয় আসামি ছোট সাজ্জাদ। এই খুনের ঘটনার রেশ না কাটতেই ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদূরপাড়ায় সন্ত্রাসীরা ছাত্রলীগের কর্মী আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করে। তাহসিন চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার মো. মুসার ছেলে। এ ঘটনায় করা মামলারও আসামি ছোট সাজ্জাদ।

পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, গত দুই মাসে যে তিনটি খুনের ঘটনা ঘটেছে, সেগুলো মূলত শিবির কর্মী সাজ্জাদ খান ও সরোয়ার হোসেন বাবলার মধ্যে এলাকার আধিপত্য নিয়ন্ত্রণের চেষ্টাকে কেন্দ্র করে। গুলিতে নিহত তিনজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। তাঁরা এলাকায় ইট-বালুসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন। তাঁদের নিয়ন্ত্রণ করতেন সরোয়ার। আওয়ামী সরকারের পতনের পর এসব ব্যবসা নিজের অনুসারীদের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন বিদেশে পলাতক সাজ্জাদ খান।

ছোট সাজ্জাদকে পাচ্ছে না পুলিশ

পুলিশের প্রাথমিক তদন্তে এসব হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় ছোট সাজ্জাদ, মোহাম্মদ ও তাঁর গ্যাংয়ের সদস্যদের। তাঁরা সবাই বিদেশে পলাতক সাজ্জাদ খানের ঘনিষ্ঠ সহযোগী। ৫ আগস্টের পর মূলত এই গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে ওঠেন।

বায়েজিদে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমরা র‍্যাবকে সঙ্গে নিয়ে একাধিকবার অভিযান চালিয়ে আসামিদের ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু গ্রেপ্তার করা যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হত্যাকাণ্ডের নেপথ্য প্রসঙ্গে এসআই মনিরুল বলেন, ‘মূলত আসামিপক্ষ এলাকার ইট-বালু, টেম্পোস্টেশনসহ বিভিন্ন ব্যবসা, চাঁদাবাজির জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেছিল। আনিস নামে যে আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন, এলাকায় তাঁর একটা প্রভাব ছিল। তিনি এলাকায় কিছু ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। আসামিরা ভেবেছে, তাঁকে সরিয়ে দিতে পারলে পথ পরিষ্কার হবে।’

তাহসিন হত্যাকাণ্ডে মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মোমিনুল হাসান বলেন, ‘এলাকার ইট-বালুর ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাহসিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাহসিনের এলাকায় ইট-বালুর ব্যবসা রয়েছে। ছোট সাজ্জাদ এসব ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছি। তবে সাজ্জাদকে এখনো গ্রেপ্তার করা যায়নি।’

যুবদলের রাজনীতিতে সম্পৃক্ততা

ছোট সাজ্জাদ বিভিন্ন ব্যানারে নিজেকে হাটহাজারীর চিকনদণ্ডি ইউনিয়ন যুবদলের কর্মী বলে প্রচার করেন। গত ৫ আগস্টের আগে ও পরে তাঁর বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের তথ্য জানা যায়। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের রাজনৈতিক কর্মী বলে পরিচিত ছোট সাজ্জাদ। বিএনপি ওই নেতার সঙ্গে সাজ্জাদের একাধিক ছবিও পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তাঁর আশ্রয়-প্রশ্রয়ে সাজ্জাদ একের পর এক অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে মীর হেলাল বলেন, ‘সাজ্জাদ নামে ওই যুবককে আমি ব্যক্তিগতভাবে চিনি না। সে আমার দলের কেউ না। সে আমাদের কোনো কর্মী না। তাকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না।’

মীর হেলাল বলেন, ‘সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা থানা-পুলিশকে স্পষ্ট বলে দিয়েছি, এ ধরনের কার্যকলাপ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে, তাদের গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

শিবির কর্মী সরোয়ারও ভিড়েছেন যুবদলে

নগরের আতুরার ডিপো মোড়ে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব আসলাম চৌধুরীর ছবিসংবলিত ব্যানার ঝোলাতে দেখা গেছে সরোয়ারকে। এ বিষয়ে তিনি বলেন, ‘অতীতে আমি শিবিরের কিছু বড় ভাইয়ের সঙ্গে চলাফেরা করতাম। তখন থেকে আমাকে শিবির সরোয়ার বলে ডাকত। কিন্তু যুবদলের রাজনীতি আমার ভালো লাগে। আর আসলাম চৌধুরী আমার একজন প্রিয় মানুষ।’

মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক মুহাম্মদ সাগির বলেন, ‘ওরা দুজনই যুবদলের কেউ না। ৫ আগস্টের পর অনেকে বিএনপি যুবদল, ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে আসছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

কুষ্টিয়া প্রতি‌নিধি
লালনশিল্পী রতন। ছবি: সংগৃহীত
লালনশিল্পী রতন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলায় রতন (৪২) নামের এক লালনশিল্পীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিল্পী রতন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ‘শিল্পী সমাজ’ নামক কুষ্টিয়ার একটি সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি।

পুলিশ ও আহত শিল্পীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে গানের অনুষ্ঠান শেষ করে রতন কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন মাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার মিললাইন এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাঁর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলটি অন্ধকার থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, রাত ২টার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

লালন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভবের হাট সংগীত একাডেমির সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, ‘রতন লালন একাডেমির একজন নিয়মিত শিল্পী। তার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কুমারখালী ও মডেল থানা যৌথভাবে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার যুবদল নেতা জামিল মালিথা। ছবি: আজকের পত্রিকা
অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার যুবদল নেতা জামিল মালিথা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ পদ্মার চরের শীর্ষ সন্ত্রাসী জামিল মালিথাকে (৪০) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার জামিল কুখ্যাত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব। এ সময় জামিল মালিথার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি এবং ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।

জামিলের ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু।

বিজিবি সূত্রে জানা গেছে, জামিল একজন চিহ্নিত অস্ত্র ও মাদক কারবারি। ভারত থেকে অবৈধভাবে বিপুল সংখ্যক আধুনিক অস্ত্র, বিশেষ করে অটোমেটিক পিস্তল পাচারের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘জামিলের বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে। রাতেই বিজিবি তাঁকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শেরপুরে গণসংযোগে হামলার অভিযোগ জামায়াতের, অস্বীকার বিএনপির

শেরপুর প্রতিনিধি
হামলার প্রতিবাদে শুক্রবার রাতে বিক্ষোভ করে শেরপুর জেলা জামায়াতে ইসলামী। ছবি: আজকের পত্রিকা
হামলার প্রতিবাদে শুক্রবার রাতে বিক্ষোভ করে শেরপুর জেলা জামায়াতে ইসলামী। ছবি: আজকের পত্রিকা

শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ জামায়াতের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনার জেরে শুক্রবার রাতে শহরজুড়ে জামায়াত ও বিএনপি পাল্টাপাল্টি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

জামায়াত নেতাদের অভিযোগ, শুক্রবার জুমার নামাজের পর শেরপুর-১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ডাকপাড়া গ্রামে গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাতে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয় এবং পরে বিএনপির সমর্থকেরা জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা করে। এ সময় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ অন্তত ২০ জন আহত হন।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে শুক্রবার রাতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। ছবি: আজকের পত্রিকা
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে শুক্রবার রাতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। ছবি: আজকের পত্রিকা

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘আমাদের প্রার্থীর গণসংযোগে অতর্কিত হামলা চালানো হয়েছে। ৫ আগস্টের বিপ্লবের পর এসব হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি আলটিমেটাম দিচ্ছি।’

জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, বিএনপি যদি জনগণের পালস বুঝতে না পারে, তাহলে আগামী দিনে তারাও বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যেতে বাধ্য হবে।

অন্যদিকে জামায়াতের এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে শুক্রবার রাতে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জামায়াতের লোকজন পূর্বপরিকল্পিতভাবে ডাকপাড়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে গিয়েছিল। সেখানে কয়েকটি মসজিদে মিটিং-মিছিল করে তারা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ করলে তারা এলাকা ছেড়ে চলে আসে।’

সিরাজুল ইসলাম আরও বলেন, ‘পরবর্তীতে তারা থানায় গিয়ে আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে। তারা মিথ্যা কথা বলছে এবং উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমরা তাদের এই প্রোপাগান্ডা ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আদিতমারীতে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ১

লালমনিরহাট প্রতিনিধি 
খাদে পড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
খাদে পড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা বাজার আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) ও একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মহিষখোচা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আদিতমারী যাচ্ছিল। আনছার পুকুরপাড়ে ওই অটোরিকশায় ওঠেন আতিকুল ইসলাম আতিক। একটু এগিয়ে যাওয়ার পরই খাদে পড়ে উল্টে গিয়ে নিচের গর্তে পড়ে যায় অটোরিকশা। এতে ঘটনাস্থলে আতিকুল মারা যান। আহত হন বকুল মিয়াসহ একজন নারী।

স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশঙ্কাজনক বকুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুর যাওয়ার পথেই মারা যান বকুল মিয়া।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত