মোবাইল চার্জার সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখছেন, কী ক্ষতি হচ্ছে জানেন
বর্তমান সময়ে চারদিকে ঘিরে আছে রিচার্জেবল ডিভাইস—স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট ঘড়ি, হেডফোন, ই-বাইকসহ নানা কিছু। এসব ডিভাইস চার্জ দেওয়ার জন্য আমরা ঘরের বিভিন্ন স্থানে চার্জার প্লাগ করে রাখি। তবে প্রশ্ন হলো, এগুলো সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখাটা কতটা নিরাপদ।