অনলাইন ডেস্ক
আজকের যুগে ল্যাপটপ শুধু কাজের যন্ত্রই নয়, বরং এটি ধারণ করে হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি ও প্রিয় স্মৃতির সংরক্ষণ। ল্যাপটপ হারিয়ে বা চুরি হয়ে গেলে শুধু কাজের বিঘ্নই ঘটে না, হারিয়ে যায় মূল্যবান তথ্যও। তাই এমন দুর্ঘটনা ঘটলে কী করতে হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা জানা জরুরি।
ল্যাপটপ হারিয়ে গেলে যা করবেন
সন্ধানের চেষ্টা করুন: মাইক্রোসফট বা অ্যাপলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ সেবা ব্যবহার করে ল্যাপটপের অবস্থান জানার চেষ্টা করুন। প্রয়োজনে ল্যাপটপটি দূর থেকে লক করুন এবং ‘লস্ট মোড’ চালু করুন যাতে আপনার তথ্য নিরাপদ থাকে।
বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে সরান: হারানো ল্যাপটপটি দিয়ে আপনি আগে কোনো অ্যাকাউন্টে লগইন করে থাকলে সেই অ্যাকাউন্ট ল্যাপটপটিকে চিনে রাখতে পারে—যেমন অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট, ক্লাউড পরিষেবা, অনলাইন শপিং অ্যাপ বা অন্যান্য ব্রাউজারভিত্তিক অ্যাপ। তাই এসব অ্যাকাউন্টের বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে ল্যাপটপটি মুছে ফেলুন।
পাসওয়ার্ড পরিবর্তন করুন: জরুরি অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। শুরু করুন আপনার ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে, কারণ এটি দিয়েই অন্য অ্যাকাউন্টে ‘পাসওয়ার্ড রিসেট’ করা যেতে পারে।
পুলিশকে জানান: পুলিশকে ল্যাপটপের বর্ণনা, মডেল, রং ও সিরিয়াল নম্বর দিন, যা হয়তো ল্যাপটপের বক্স বা অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্টে পাওয়া যাবে।
ব্যাংককে জানান: আপনার ল্যাপটপে যদি কোনো ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষিত থাকে, তবে ব্যাংককে জানিয়ে ব্যবস্থা নিন।
ল্যাপটপের সঙ্গে সংযুক্ত ডিভাইস সরিয়ে ফেলুন: আপনার ল্যাপটপ যদি অন্য ডিভাইসের সঙ্গে সিংক করা থাকে, তাহলে সেই ডিভাইসগুলো ব্যবহার করে দ্রুত অ্যাকাউন্টে লগইন করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন বা রিমোট লক করে দিন। যদি তা সম্ভব না হয়, তাহলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ওই ডিভাইসগুলো ‘আন লিংক’ বা সংযোগ বিচ্ছিন্ন করে দিন।
সামাজিক প্রতারণা থেকে সতর্ক থাকুন
হারানো ল্যাপটপের ডেটা ব্যবহার করে কেউ আপনার পরিচিতজনদের ফাঁদে ফেলতে পারে (যেমন: ‘আমি বিপদে আছি’ জাতীয় মেসেজ পাঠানো)।
তাই সতর্ক থাকতে পরিচিতদের আগেই সতর্ক করে দিন যেন তাঁরা এমন মেসেজে প্রতিক্রিয়া না দেখান।
আজকের যুগে ল্যাপটপ শুধু কাজের যন্ত্রই নয়, বরং এটি ধারণ করে হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি ও প্রিয় স্মৃতির সংরক্ষণ। ল্যাপটপ হারিয়ে বা চুরি হয়ে গেলে শুধু কাজের বিঘ্নই ঘটে না, হারিয়ে যায় মূল্যবান তথ্যও। তাই এমন দুর্ঘটনা ঘটলে কী করতে হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা জানা জরুরি।
ল্যাপটপ হারিয়ে গেলে যা করবেন
সন্ধানের চেষ্টা করুন: মাইক্রোসফট বা অ্যাপলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ সেবা ব্যবহার করে ল্যাপটপের অবস্থান জানার চেষ্টা করুন। প্রয়োজনে ল্যাপটপটি দূর থেকে লক করুন এবং ‘লস্ট মোড’ চালু করুন যাতে আপনার তথ্য নিরাপদ থাকে।
বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে সরান: হারানো ল্যাপটপটি দিয়ে আপনি আগে কোনো অ্যাকাউন্টে লগইন করে থাকলে সেই অ্যাকাউন্ট ল্যাপটপটিকে চিনে রাখতে পারে—যেমন অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট, ক্লাউড পরিষেবা, অনলাইন শপিং অ্যাপ বা অন্যান্য ব্রাউজারভিত্তিক অ্যাপ। তাই এসব অ্যাকাউন্টের বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে ল্যাপটপটি মুছে ফেলুন।
পাসওয়ার্ড পরিবর্তন করুন: জরুরি অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। শুরু করুন আপনার ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে, কারণ এটি দিয়েই অন্য অ্যাকাউন্টে ‘পাসওয়ার্ড রিসেট’ করা যেতে পারে।
পুলিশকে জানান: পুলিশকে ল্যাপটপের বর্ণনা, মডেল, রং ও সিরিয়াল নম্বর দিন, যা হয়তো ল্যাপটপের বক্স বা অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্টে পাওয়া যাবে।
ব্যাংককে জানান: আপনার ল্যাপটপে যদি কোনো ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষিত থাকে, তবে ব্যাংককে জানিয়ে ব্যবস্থা নিন।
ল্যাপটপের সঙ্গে সংযুক্ত ডিভাইস সরিয়ে ফেলুন: আপনার ল্যাপটপ যদি অন্য ডিভাইসের সঙ্গে সিংক করা থাকে, তাহলে সেই ডিভাইসগুলো ব্যবহার করে দ্রুত অ্যাকাউন্টে লগইন করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন বা রিমোট লক করে দিন। যদি তা সম্ভব না হয়, তাহলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ওই ডিভাইসগুলো ‘আন লিংক’ বা সংযোগ বিচ্ছিন্ন করে দিন।
সামাজিক প্রতারণা থেকে সতর্ক থাকুন
হারানো ল্যাপটপের ডেটা ব্যবহার করে কেউ আপনার পরিচিতজনদের ফাঁদে ফেলতে পারে (যেমন: ‘আমি বিপদে আছি’ জাতীয় মেসেজ পাঠানো)।
তাই সতর্ক থাকতে পরিচিতদের আগেই সতর্ক করে দিন যেন তাঁরা এমন মেসেজে প্রতিক্রিয়া না দেখান।
বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির তালিকায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) শীর্ষস্থান দখল করেছে অ্যাপলের আইফোন ১৬। কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে সর্বাধিক বিক্রীত ১০টি স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচ
৭ ঘণ্টা আগেমেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্সএআই। এই অংশীদারিত্বের আওতায় ব্যবহারকারীরা টেলিগ্রামেই ব্যবহার করতে পারবেন এআই চ্যাটবট গ্রোক। দসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
৯ ঘণ্টা আগেমার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি কিশোর শাহরিয়ার শাহনাজ শুভ্র। ১৭ বছর বয়সী এই কিশোর স্বশিক্ষিত হ্যাকার নাসার সিস্টেমে গুরুতর ত্রুটি আবিষ্কার করার পর তাঁকে স্বীকৃতি দেয় নাসা। কাতারের সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১০ ঘণ্টা আগেঅ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর নামকরণে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) -এ অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর সংস্করণ নম্বর বদলে বছরভিত্তিক নামকরণ ঘোষণা করতে
১০ ঘণ্টা আগে