অনলাইন ডেস্ক
অবশেষে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য চালু হলো হোয়াটসঅ্যাপ। ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ চালু হলেও এবং এর এক বছর পর প্রথম আইপ্যাড বাজারে আসার পর এত দিন ব্যবহারকারীদের জন্য আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য আলাদা কোনো অ্যাপ ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে, সোমবার অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে অ্যাপটি। নতুন এই সংস্করণে আইপ্যাডের পূর্ণ স্ক্রিন সমর্থন, স্টেজ ম্যানেজার ও স্প্লিট ভিউয়ের মতো মাল্টিটাস্কিং সুবিধা থাকছে।
এর আগে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু করতে হতো, অথবা ম্যাক ও পিসির ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। এবার আলাদা অ্যাপ থাকায় এই সীমাবদ্ধতা দূর হয়েছে। অ্যাপটি আইফোন সংস্করণের প্রায় সব সুবিধা সমর্থন করে।
নতুন অ্যাপে যা থাকছে
মেটার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ আনাটা ব্যবহারকারীদের অন্যতম বড় চাহিদা ছিল। অ্যাপটি চালু হওয়ার ফলে এখন আইপ্যাড থেকে একসঙ্গে ৩২ জন ব্যবহারকারী ভয়েস ও ভিডিও কল করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আইপ্যাডের সামনে ও পেছনের উভয় ক্যামেরাই ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ও আইফোনের মতোই প্রায় একই রকম ফিচার থাকলেও, আইপ্যাড সংস্করণে রয়েছে বড় স্ক্রিনের জন্য উপযোগী ডিজাইন। এখানে বাম পাশে চ্যাট তালিকা এবং ডান পাশে নির্দিষ্ট চ্যাট উইন্ডো দেখানো হবে।
মেটা জানায়, অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে স্টেজ ম্যানেজার সাপোর্ট, যার মাধ্যমে যে অ্যাপটি ব্যবহার করা হচ্ছে তা স্ক্রিনের কেন্দ্রস্থলে থাকবে, আর বাম পাশে থাকবে সম্প্রতি ব্যবহার করা অ্যাপগুলোর তালিকা। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে।
এ ছাড়া, স্প্লিট ভিউ সাপোর্ট থাকায় একই স্ক্রিনে পাশাপাশি দুইটি অ্যাপ চালানো যাবে। স্লাইড ওভার সুবিধার মাধ্যমে ছোট একটি ভাসমান উইন্ডোতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেনসিলও ব্যবহার করতে পারবেন।
নিরাপত্তা ও গোপনীয়তা
হোয়াটসঅ্যাপের এই সংস্করণ মাল্টি-ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে, ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাকে একই সঙ্গে চ্যাট ও মিডিয়া সিংক থাকবে। চ্যাটগুলো থাকছে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, ফলে মেটাও কোনো বার্তা পড়তে পারবে না। এ ছাড়া, চ্যাট লক ফিচারের মাধ্যমে ফেস আইডি বা পিন দিয়ে বার্তাগুলো লক করা যাবে।
২০২২ সালে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছিলেন, ‘আমরা আইপ্যাডের জন্য একটি নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করতে চাই। কারণ মানুষ বহুদিন ধরেই এটি চেয়ে আসছেন।’
সোমবার হোয়াটসঅ্যাপের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট (আগের টুইটার) একটি চোখের ইমোজি দিয়ে ইঙ্গিত দেয় যে অ্যাপটি আসছে, যদিও এত দ্রুত উন্মুক্ত হবে, তা কেউ ধারণা করেনি।
এদিকে গুজব রয়েছে, মেটা আইপ্যাডের বড় স্ক্রিনের জন্য উপযোগী একটি ইনস্টাগ্রাম অ্যাপও তৈরি করছে। তবে হোয়াটসঅ্যাপের মতো করে এই বিষয়ে তারা কোনো ইঙ্গিত দেয়নি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও ৩৬০ গ্যাজেটস
অবশেষে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য চালু হলো হোয়াটসঅ্যাপ। ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ চালু হলেও এবং এর এক বছর পর প্রথম আইপ্যাড বাজারে আসার পর এত দিন ব্যবহারকারীদের জন্য আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য আলাদা কোনো অ্যাপ ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে, সোমবার অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে অ্যাপটি। নতুন এই সংস্করণে আইপ্যাডের পূর্ণ স্ক্রিন সমর্থন, স্টেজ ম্যানেজার ও স্প্লিট ভিউয়ের মতো মাল্টিটাস্কিং সুবিধা থাকছে।
এর আগে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু করতে হতো, অথবা ম্যাক ও পিসির ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। এবার আলাদা অ্যাপ থাকায় এই সীমাবদ্ধতা দূর হয়েছে। অ্যাপটি আইফোন সংস্করণের প্রায় সব সুবিধা সমর্থন করে।
নতুন অ্যাপে যা থাকছে
মেটার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ আনাটা ব্যবহারকারীদের অন্যতম বড় চাহিদা ছিল। অ্যাপটি চালু হওয়ার ফলে এখন আইপ্যাড থেকে একসঙ্গে ৩২ জন ব্যবহারকারী ভয়েস ও ভিডিও কল করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আইপ্যাডের সামনে ও পেছনের উভয় ক্যামেরাই ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ও আইফোনের মতোই প্রায় একই রকম ফিচার থাকলেও, আইপ্যাড সংস্করণে রয়েছে বড় স্ক্রিনের জন্য উপযোগী ডিজাইন। এখানে বাম পাশে চ্যাট তালিকা এবং ডান পাশে নির্দিষ্ট চ্যাট উইন্ডো দেখানো হবে।
মেটা জানায়, অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে স্টেজ ম্যানেজার সাপোর্ট, যার মাধ্যমে যে অ্যাপটি ব্যবহার করা হচ্ছে তা স্ক্রিনের কেন্দ্রস্থলে থাকবে, আর বাম পাশে থাকবে সম্প্রতি ব্যবহার করা অ্যাপগুলোর তালিকা। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে।
এ ছাড়া, স্প্লিট ভিউ সাপোর্ট থাকায় একই স্ক্রিনে পাশাপাশি দুইটি অ্যাপ চালানো যাবে। স্লাইড ওভার সুবিধার মাধ্যমে ছোট একটি ভাসমান উইন্ডোতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেনসিলও ব্যবহার করতে পারবেন।
নিরাপত্তা ও গোপনীয়তা
হোয়াটসঅ্যাপের এই সংস্করণ মাল্টি-ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে, ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাকে একই সঙ্গে চ্যাট ও মিডিয়া সিংক থাকবে। চ্যাটগুলো থাকছে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, ফলে মেটাও কোনো বার্তা পড়তে পারবে না। এ ছাড়া, চ্যাট লক ফিচারের মাধ্যমে ফেস আইডি বা পিন দিয়ে বার্তাগুলো লক করা যাবে।
২০২২ সালে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছিলেন, ‘আমরা আইপ্যাডের জন্য একটি নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করতে চাই। কারণ মানুষ বহুদিন ধরেই এটি চেয়ে আসছেন।’
সোমবার হোয়াটসঅ্যাপের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট (আগের টুইটার) একটি চোখের ইমোজি দিয়ে ইঙ্গিত দেয় যে অ্যাপটি আসছে, যদিও এত দ্রুত উন্মুক্ত হবে, তা কেউ ধারণা করেনি।
এদিকে গুজব রয়েছে, মেটা আইপ্যাডের বড় স্ক্রিনের জন্য উপযোগী একটি ইনস্টাগ্রাম অ্যাপও তৈরি করছে। তবে হোয়াটসঅ্যাপের মতো করে এই বিষয়ে তারা কোনো ইঙ্গিত দেয়নি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও ৩৬০ গ্যাজেটস
বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির তালিকায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) শীর্ষস্থান দখল করেছে অ্যাপলের আইফোন ১৬। কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে সর্বাধিক বিক্রীত ১০টি স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচ
৭ ঘণ্টা আগেমেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্সএআই। এই অংশীদারিত্বের আওতায় ব্যবহারকারীরা টেলিগ্রামেই ব্যবহার করতে পারবেন এআই চ্যাটবট গ্রোক। দসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
৮ ঘণ্টা আগেমার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি কিশোর শাহরিয়ার শাহনাজ শুভ্র। ১৭ বছর বয়সী এই কিশোর স্বশিক্ষিত হ্যাকার নাসার সিস্টেমে গুরুতর ত্রুটি আবিষ্কার করার পর তাঁকে স্বীকৃতি দেয় নাসা। কাতারের সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৯ ঘণ্টা আগেঅ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর নামকরণে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) -এ অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর সংস্করণ নম্বর বদলে বছরভিত্তিক নামকরণ ঘোষণা করতে
৯ ঘণ্টা আগে