Ajker Patrika

আইপ্যাডের জন্য চালু হলো হোয়াটসঅ্যাপ, থাকছে মাল্টিটাস্কিং সুবিধা

অনলাইন ডেস্ক
অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। ছবি: মেটা
অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। ছবি: মেটা

অবশেষে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য চালু হলো হোয়াটসঅ্যাপ। ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ চালু হলেও এবং এর এক বছর পর প্রথম আইপ্যাড বাজারে আসার পর এত দিন ব্যবহারকারীদের জন্য আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য আলাদা কোনো অ্যাপ ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে, সোমবার অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে অ্যাপটি। নতুন এই সংস্করণে আইপ্যাডের পূর্ণ স্ক্রিন সমর্থন, স্টেজ ম্যানেজার ও স্প্লিট ভিউয়ের মতো মাল্টিটাস্কিং সুবিধা থাকছে।

এর আগে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু করতে হতো, অথবা ম্যাক ও পিসির ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। এবার আলাদা অ্যাপ থাকায় এই সীমাবদ্ধতা দূর হয়েছে। অ্যাপটি আইফোন সংস্করণের প্রায় সব সুবিধা সমর্থন করে।

নতুন অ্যাপে যা থাকছে

মেটার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ আনাটা ব্যবহারকারীদের অন্যতম বড় চাহিদা ছিল। অ্যাপটি চালু হওয়ার ফলে এখন আইপ্যাড থেকে একসঙ্গে ৩২ জন ব্যবহারকারী ভয়েস ও ভিডিও কল করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আইপ্যাডের সামনে ও পেছনের উভয় ক্যামেরাই ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েড ও আইফোনের মতোই প্রায় একই রকম ফিচার থাকলেও, আইপ্যাড সংস্করণে রয়েছে বড় স্ক্রিনের জন্য উপযোগী ডিজাইন। এখানে বাম পাশে চ্যাট তালিকা এবং ডান পাশে নির্দিষ্ট চ্যাট উইন্ডো দেখানো হবে।

মেটা জানায়, অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে স্টেজ ম্যানেজার সাপোর্ট, যার মাধ্যমে যে অ্যাপটি ব্যবহার করা হচ্ছে তা স্ক্রিনের কেন্দ্রস্থলে থাকবে, আর বাম পাশে থাকবে সম্প্রতি ব্যবহার করা অ্যাপগুলোর তালিকা। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে।

এ ছাড়া, স্প্লিট ভিউ সাপোর্ট থাকায় একই স্ক্রিনে পাশাপাশি দুইটি অ্যাপ চালানো যাবে। স্লাইড ওভার সুবিধার মাধ্যমে ছোট একটি ভাসমান উইন্ডোতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেনসিলও ব্যবহার করতে পারবেন।

নিরাপত্তা ও গোপনীয়তা

হোয়াটসঅ্যাপের এই সংস্করণ মাল্টি-ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে, ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাকে একই সঙ্গে চ্যাট ও মিডিয়া সিংক থাকবে। চ্যাটগুলো থাকছে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, ফলে মেটাও কোনো বার্তা পড়তে পারবে না। এ ছাড়া, চ্যাট লক ফিচারের মাধ্যমে ফেস আইডি বা পিন দিয়ে বার্তাগুলো লক করা যাবে।

২০২২ সালে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছিলেন, ‘আমরা আইপ্যাডের জন্য একটি নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করতে চাই। কারণ মানুষ বহুদিন ধরেই এটি চেয়ে আসছেন।’

সোমবার হোয়াটসঅ্যাপের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট (আগের টুইটার) একটি চোখের ইমোজি দিয়ে ইঙ্গিত দেয় যে অ্যাপটি আসছে, যদিও এত দ্রুত উন্মুক্ত হবে, তা কেউ ধারণা করেনি।

এদিকে গুজব রয়েছে, মেটা আইপ্যাডের বড় স্ক্রিনের জন্য উপযোগী একটি ইনস্টাগ্রাম অ্যাপও তৈরি করছে। তবে হোয়াটসঅ্যাপের মতো করে এই বিষয়ে তারা কোনো ইঙ্গিত দেয়নি।

তথ্যসূত্র: দ্য ভার্জ ও ৩৬০ গ্যাজেটস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে তেল ও তুলা কিনতে পারে বাংলাদেশ: নিক্কেইকে ড. ইউনূস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত