আজকের পত্রিকা ডেস্ক
গুগল ফটোজের ১০ বছর পূর্তি উপলক্ষে অ্যাপে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের এডিটর। বরাবরের মতো এবারও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রয়েছে মূল ভূমিকায়।
নতুনভাবে সাজানো গুগল ফটোজ অ্যাপে যুক্ত হয়েছে সেসব এডিটিং টুল, যা এত দিন শুধু পিক্সেল ৯ ফোনে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে আছে ম্যাজিক এডিটর, অটো ফ্রেম এবং রিইম্যাজিন।
অটো ফ্রেম ফিচার ছবি ক্রপ করতে সাহায্য করে। প্রয়োজনে ছবির মূল বিষয়বস্তুর বাইরে থাকা অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে ফেলে। এর ফলে ছবির ফ্রেমিং আরও সুন্দর হয়।
পিক্সেল থেকে আসা আরেকটি ফিচার রিইম্যাজিন, যা দিয়ে ছবিতে অনুপস্থিত উপাদান—যেমন: পাতা বা সবুজ ঘাস ইত্যাদি ছবিতে জুড়ে দেওয়া যায়। এটি একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে কিছুটা অস্বস্তিও জাগায়। কারণ, কোনটি বাস্তব স্মৃতি আর কোনটি কৃত্রিম, সেটি বোঝা কঠিন হয়ে পড়ে। এ কারণে গুগল এখন থেকে এ ধরনের এডিটেড ছবিতে ‘এআই জেনারেটেড’ জলছাপ যুক্ত করে দিচ্ছে।
নতুন এডিটরে আরও যুক্ত হয়েছে এআই এনহান্স নামের একটি ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, এই ফিচার বেছে নিলে এটি তিনটি সম্ভাব্য এডিট তৈরি করে দেয়। এগুলো তৈরি হয় বিদ্যমান শার্পেনিং, অবজেক্ট রিমুভাল ইত্যাদি টুলের সমন্বয়ে। এরপর ব্যবহারকারী পছন্দমতো একটি চূড়ান্ত সংস্করণ বেছে নিতে পারেন। এআই ইনহ্যান্সড বাটনটি এডিট মেনুর মধ্যে আগের ইনহ্যান্সড ও ডায়নামিক বাটনের পাশে থাকবে।
ছবি শেয়ার করাও সহজ করা হয়েছে। এখন থেকে অ্যালবামের জন্য একটি কিউআর কোড তৈরি করা যাবে। বন্ধুদের ফোনে স্ক্যান করলেই সরাসরি ছবি দেখা যাবে। চাইলে প্রিন্ট করে কোথাও ঝুলিয়ে দেওয়া যাবে।
গুগল জানায়, নতুন এডিটরটি আগামী জুনে অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হচ্ছে। আইওএস সংস্করণটি আসবে বছরের শেষ দিকে।
২০১৫ সালে চালু হওয়ার পর থেকে গুগল ফটোজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি সংরক্ষণের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ১৫০ কোটির বেশি মানুষ গুগল ফটোজ ব্যবহার করেন, আর এতে সংরক্ষিত হয়েছে ৯ ট্রিলিয়নেরও বেশি ছবি ও ভিডিও।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট
গুগল ফটোজের ১০ বছর পূর্তি উপলক্ষে অ্যাপে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের এডিটর। বরাবরের মতো এবারও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রয়েছে মূল ভূমিকায়।
নতুনভাবে সাজানো গুগল ফটোজ অ্যাপে যুক্ত হয়েছে সেসব এডিটিং টুল, যা এত দিন শুধু পিক্সেল ৯ ফোনে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে আছে ম্যাজিক এডিটর, অটো ফ্রেম এবং রিইম্যাজিন।
অটো ফ্রেম ফিচার ছবি ক্রপ করতে সাহায্য করে। প্রয়োজনে ছবির মূল বিষয়বস্তুর বাইরে থাকা অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে ফেলে। এর ফলে ছবির ফ্রেমিং আরও সুন্দর হয়।
পিক্সেল থেকে আসা আরেকটি ফিচার রিইম্যাজিন, যা দিয়ে ছবিতে অনুপস্থিত উপাদান—যেমন: পাতা বা সবুজ ঘাস ইত্যাদি ছবিতে জুড়ে দেওয়া যায়। এটি একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে কিছুটা অস্বস্তিও জাগায়। কারণ, কোনটি বাস্তব স্মৃতি আর কোনটি কৃত্রিম, সেটি বোঝা কঠিন হয়ে পড়ে। এ কারণে গুগল এখন থেকে এ ধরনের এডিটেড ছবিতে ‘এআই জেনারেটেড’ জলছাপ যুক্ত করে দিচ্ছে।
নতুন এডিটরে আরও যুক্ত হয়েছে এআই এনহান্স নামের একটি ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, এই ফিচার বেছে নিলে এটি তিনটি সম্ভাব্য এডিট তৈরি করে দেয়। এগুলো তৈরি হয় বিদ্যমান শার্পেনিং, অবজেক্ট রিমুভাল ইত্যাদি টুলের সমন্বয়ে। এরপর ব্যবহারকারী পছন্দমতো একটি চূড়ান্ত সংস্করণ বেছে নিতে পারেন। এআই ইনহ্যান্সড বাটনটি এডিট মেনুর মধ্যে আগের ইনহ্যান্সড ও ডায়নামিক বাটনের পাশে থাকবে।
ছবি শেয়ার করাও সহজ করা হয়েছে। এখন থেকে অ্যালবামের জন্য একটি কিউআর কোড তৈরি করা যাবে। বন্ধুদের ফোনে স্ক্যান করলেই সরাসরি ছবি দেখা যাবে। চাইলে প্রিন্ট করে কোথাও ঝুলিয়ে দেওয়া যাবে।
গুগল জানায়, নতুন এডিটরটি আগামী জুনে অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হচ্ছে। আইওএস সংস্করণটি আসবে বছরের শেষ দিকে।
২০১৫ সালে চালু হওয়ার পর থেকে গুগল ফটোজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি সংরক্ষণের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ১৫০ কোটির বেশি মানুষ গুগল ফটোজ ব্যবহার করেন, আর এতে সংরক্ষিত হয়েছে ৯ ট্রিলিয়নেরও বেশি ছবি ও ভিডিও।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে