অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা প্রায় সবার অভ্যাসে পরিণত হয়েছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ও স্টোরি দেখে থাকি। তবে কখনও কখনও এমন কিছু ব্যবহারকারী থাকেন, যাঁদের কনটেন্ট আমাদের ভালো নাও লাগতে পারে, অথচ তাঁদের আনফলো করাও সম্ভব হয়ে ওঠে না। এ রকম পরিস্থিতিতে ইনস্টাগ্রামের ‘মিউট’ অপশনটি অত্যন্ত কার্যকর।
ইনস্টাগ্রামে ‘মিউট’ অপশন কী
ইনস্টাগ্রামে কাউকে মিউট করা মানে হলো তাঁর উপস্থিতি প্ল্যাটফর্মটিতে আর টের পাওয়া যাবে না। আপনি তাঁর ফলোয়ারে থাকবেন এবং সে আপনারও ফলোয়ারে থাকবে, তবে আপনার ইন্টারঅ্যাকশনগুলো অনেকটা কমে যাবে। সৌভাগ্যবশত, ইনস্টাগ্রাম মিউট করার খবর সেই ব্যবহারকারীকে জানায় না।
ইনস্টাগ্রামে কাউকে মিউট করার ফলে যা হয়
একটি বিষয় মনে রাখা জরুরি, মিউট করার পরও তাঁরা আপনার পোস্ট, স্টোরি ও প্রোফাইল দেখতে এবং সেগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
কারও অ্যাকাউন্ট মিউট করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন নিচের দিকে থাকা ‘সার্চ’ বাটনে ট্যাপ করুন।
৩. এবার যে অ্যাকাউন্ট মিউট করতে চান সার্চ বক্সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল টাইপ করুন।
৪. সার্চ ফলাফলে কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট এলে তার ওপর ট্যাপ করুন।
৫. প্রোফাইলটি দেখা গেলে ‘ফলোয়িং’ বাটনের ওপর ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মিউট’ অপশনে ট্যাপ করুন।
৭. এরপর কোন কোন কনটেন্ট মিউট করা যাবে, তার অপশন দেখা যাবে। যেমন: স্টোরিস, পোস্ট ও নোটস।
৮. এখন অপশনগুলোর পাশে থাকা টগল বাটনে ট্যাপ করলেই ওই অ্যাকাউন্টের স্টোরিস, পোস্ট ও নোটস দেখা যাবে না।
ওপরের প্রক্রিয়ায় আবার কারও অ্যাকাউন্ট আনমিউটও করা যাবে। তবে এ ক্ষেত্রে টগল বাটনটি ট্যাপ করে বন্ধ করে দিতে হবে।
কল ও মেসেজ মিউট করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেঞ্জার’ বাটনে ট্যাপ করুন।
৩. এবার যে চ্যাট থ্রেড থেকে কল ও মেসেজের নোটিফিকেশন পেতে চান না, সেটি চালু করুন।
৪. ওপরের বাম দিকে থাকা প্রোফাইল নামের ওপর ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৫. মেনু থেকে ‘মিউট’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার কল মিউট করার জন্য ‘মিউট কলস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
আর মেসেজ মিউট করার জন্য ‘মিউট মেসেজেস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
এভাবে মিউট অ্যাকাউন্ট থেকে কোনো কল বা মেসেজ এলেও আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। পরে ইনবক্স চালু করলেই কেবল তা দেখতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা প্রায় সবার অভ্যাসে পরিণত হয়েছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ও স্টোরি দেখে থাকি। তবে কখনও কখনও এমন কিছু ব্যবহারকারী থাকেন, যাঁদের কনটেন্ট আমাদের ভালো নাও লাগতে পারে, অথচ তাঁদের আনফলো করাও সম্ভব হয়ে ওঠে না। এ রকম পরিস্থিতিতে ইনস্টাগ্রামের ‘মিউট’ অপশনটি অত্যন্ত কার্যকর।
ইনস্টাগ্রামে ‘মিউট’ অপশন কী
ইনস্টাগ্রামে কাউকে মিউট করা মানে হলো তাঁর উপস্থিতি প্ল্যাটফর্মটিতে আর টের পাওয়া যাবে না। আপনি তাঁর ফলোয়ারে থাকবেন এবং সে আপনারও ফলোয়ারে থাকবে, তবে আপনার ইন্টারঅ্যাকশনগুলো অনেকটা কমে যাবে। সৌভাগ্যবশত, ইনস্টাগ্রাম মিউট করার খবর সেই ব্যবহারকারীকে জানায় না।
ইনস্টাগ্রামে কাউকে মিউট করার ফলে যা হয়
একটি বিষয় মনে রাখা জরুরি, মিউট করার পরও তাঁরা আপনার পোস্ট, স্টোরি ও প্রোফাইল দেখতে এবং সেগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
কারও অ্যাকাউন্ট মিউট করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন নিচের দিকে থাকা ‘সার্চ’ বাটনে ট্যাপ করুন।
৩. এবার যে অ্যাকাউন্ট মিউট করতে চান সার্চ বক্সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল টাইপ করুন।
৪. সার্চ ফলাফলে কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট এলে তার ওপর ট্যাপ করুন।
৫. প্রোফাইলটি দেখা গেলে ‘ফলোয়িং’ বাটনের ওপর ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মিউট’ অপশনে ট্যাপ করুন।
৭. এরপর কোন কোন কনটেন্ট মিউট করা যাবে, তার অপশন দেখা যাবে। যেমন: স্টোরিস, পোস্ট ও নোটস।
৮. এখন অপশনগুলোর পাশে থাকা টগল বাটনে ট্যাপ করলেই ওই অ্যাকাউন্টের স্টোরিস, পোস্ট ও নোটস দেখা যাবে না।
ওপরের প্রক্রিয়ায় আবার কারও অ্যাকাউন্ট আনমিউটও করা যাবে। তবে এ ক্ষেত্রে টগল বাটনটি ট্যাপ করে বন্ধ করে দিতে হবে।
কল ও মেসেজ মিউট করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেঞ্জার’ বাটনে ট্যাপ করুন।
৩. এবার যে চ্যাট থ্রেড থেকে কল ও মেসেজের নোটিফিকেশন পেতে চান না, সেটি চালু করুন।
৪. ওপরের বাম দিকে থাকা প্রোফাইল নামের ওপর ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৫. মেনু থেকে ‘মিউট’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার কল মিউট করার জন্য ‘মিউট কলস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
আর মেসেজ মিউট করার জন্য ‘মিউট মেসেজেস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
এভাবে মিউট অ্যাকাউন্ট থেকে কোনো কল বা মেসেজ এলেও আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। পরে ইনবক্স চালু করলেই কেবল তা দেখতে পারবেন।
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২১ মিনিট আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
৩ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
৬ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
৮ ঘণ্টা আগে